আর্জেন্টিনা ফ্যানরা আজ যেসব যুক্তিতে দক্ষিণ কোরিয়া সমর্থন করতে পারেন

৭৩৯ পঠিত ... ১৭:২৭, ডিসেম্বর ০৫, ২০২২

Argentina-fan-dokkhin-korea

রাউন্ড অফ সিক্সটিনে রাত ১টায় মাঠে নামছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে অনেক আর্জেন্টিনা সমর্থক চাইলেও ব্রাজিল সমর্থন করতে পারছেন না। কিন্তু দক্ষিণ কোরিয়াকে যে সমর্থন করবেন, তার জন্য বিশেষ কোন যুক্তিও নেই তাদের হাতে। এমন সমর্থকদের জন্য দক্ষিণ কোরিয়া সমর্থন করার ১০১টি যুক্তি মাত্র ৫টি নিয়ে হাজির হয়েছে eআরকির আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

 

১। বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ান কান্ট্রি। আর কোরিয়ার নামটাই খেয়াল করুন, ‘দক্ষিণ কোরিয়া’। এক দক্ষিণ তো আরেক দক্ষিণকেই সমর্থন করবে। 

 

২। দক্ষিণ কোরিয়ার কে-ড্রামা, বিটিএস দীর্ঘদিন ধরে আমাদের বিনোদনের চাহিদা মেটাচ্ছে। ব্রাজিলের নাটক, সিনেমা, গান তো আমাদের এই চাহিদা মেটাচ্ছে না! ব্রাজিল সাপোর্ট কেন করবো।

 

৩। কোরিয়া কখনো বিশ্বকাপ জেতেনি আর আর্জেন্টিনাও এত আগে বিশ্বকাপ জিতেছে যে এখন বিশ্বকাপের স্মৃতি তাদের নেই বললেই চলে, সুতরাং এক সর্বহারা হিসেবে আরেক সর্বহারাকে সাপোর্ট করা উচিত।

 

৪। এশিয়ার প্রতিনিধি হিসেবে একজন আর্জেন্টিনা ভক্তের সমর্থন নৈতিকভাবে দক্ষিণ কোরিয়ার দিকেই থাকা উচিত।

 

৫। ব্রাজিল আগেই ৫ বার কাপ জিতে বসে আছে! আবার কাপ জিতে করবেটা কী? অন্যদিকে দক্ষিণ কোরিয়া এখনো কোন কাপ জেতেনি! কেউ ভুরি ভুরি কাপ জিতবে, কেউ একটাও জিতবে না-এমন তো হতে পারে না। সেজন্যই আজকে কোরিয়াকে সমর্থন দেয়া উচিত।

৭৩৯ পঠিত ... ১৭:২৭, ডিসেম্বর ০৫, ২০২২

Top