প্রেমিক হিসেবে যে দায়িত্বগুলো পালন না করলে আপনি বেশিদিন না-ও বাঁচতে পারেন

৬৮৫ পঠিত ... ১৭:২২, ডিসেম্বর ০৫, ২০২২

Premik-hishabe-je-daitto

এ জগতে শুধু প্রেমিক হয়েই বেঁচে থাকা যায় না। প্রেমিক হয়ে বেঁচে থাকার জন্য থাকে কিছু দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে একজন বাংলাদেশি প্রেমিক হিসেবে কিছু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। গবেষণায় দেখা গেছে, এই দায়িত্বগুলো পালন না করলে একজন প্রেমিক বেশিদিন নাও বাঁচতে পারে।

 

১#

আপনার গার্লফ্রেন্ড ওড়না ঠিকঠাক পরেছে কিনা সেটা দেখা আপনারই দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে আপনার শরীরের ১০% বিকল হওয়া শুরু করবে।     

 

২#

প্রেমিকার ছেলে বন্ধু আছে কি না সেটা দেখে রাখুন। আপনি থাকতে ছেলে বন্ধুর কী দরকার! দায়িত্ব নিয়ে যদি বিষয়ট নিশ্চিত না করেন তাহলে আপনার কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে।

 

৩#

দায়িত্বের সাথে গার্লফ্রেন্ডের ফেসবুক পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড জেনে নিন। যত্ন করে নিজের কাছে রেখে দিন। মাঝে মাঝে চেক করুন। যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনার ফুসফুসের কার্যক্ষমতা কমতে শুরু করবে। 

 

৪#

মেয়েমানুষের আবার ছেলে কাজিন কীসের? এক পুরুষে আসক্ত মেয়েদের ছেলে কাজিন থাকে না। তাই আপনার গার্লফ্রেন্ডেরও কোনো ছেলে কাজিন থাকা যাবে না। দায়ত্বের সাথে এটাও নিশ্চিত করুন। নয়তো আপনার কিডনি ফেইলিওর শুরু হয়ে যেতে পারে।

 

৫#

আপনার পারমিশন ছাড়া আপনার গার্লফ্রেন্ড যেন এক ফোঁটা পানিও খেতে না পারে সেদিকে অবশ্যই বিশেষ নজর রাখবেন। তার জীবনের যে কোনো কাজে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পারমিশন।

 

৬#

আপনি জীবনে থাকতে আপনার গার্লফ্রেন্ড কেন তার সিঙ্গেল ছবি ফেসবুকে আপলোড দিবে? কোনোরকমের সিঙ্গেল ছবি ফেসবুকে আপলোড দিতে দেয়া যাবে না। যা দিবে সব আপনার সাথে! এই দায়িত্বে অবহেলা আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে।

 

৭#

আপনার গার্লফ্রেন্ডের ফ্রেন্ডলিস্টে আপনি ছাড়া অন্য কোনো ছেলেমানুষ থাকা নিষিদ্ধ। আর ভুল করেও যদি কোনো ছেলের পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে ফেলে তাহলেই ব্রেকাপ।

 

৮#

প্রতিদিন একবার নিয়ম করে গার্লফ্রেন্ডকে বলবেন, ‘দাও না, দেখেই ডিলিট করে দিব। আমিই তো!‘

৬৮৫ পঠিত ... ১৭:২২, ডিসেম্বর ০৫, ২০২২

Top