মাঠে বেকার না থেকে অ্যালিসন বেকার যা যা করতে পারেন

১০৬১ পঠিত ... ১৬:২৩, নভেম্বর ২৯, ২০২২

Mathe-bekar-na-theke

ব্রাজিলের গোলকিপার অ্যালিসনকে আসলে তেমন কিছু করতে হয় না। কারণ ব্রাজিলের খেলোয়াড়রা অন্যদিকের গোলকিপারকে এত ব্যস্ত রাখে যে তার দিকে বল আসার তেমন সুযোগই পায় না। তাই এমন বেকার না থেকে অ্যালিসন বেকার নিজের সময়গুলোকে যেভাবে কাজে লাগাতে পারেন আজ জেনে নিন তেমনই কিছু বাস্তবসম্মত বুদ্ধি…

 

১# বেকার বসে না থেকে ফাঁকে ফাঁকে গ্যালারিতে থাকা দর্শকদের সাথে ৫০০ টাকা প্রতি ছবি চুক্তিতে সেলফি তুলতে পারেন। বিশ্বসেরা ফুটবলার হিসেবে চাইলে আরেকটু বাড়িয়ে নিলেন! 

 

২# মাঠের আশেপাশে কোন কমিউনিটি সেন্টার আছে কিনা ঢুঁ মেরে দেখতে পারেন। ব্যাটে-বলে মিলে গেলে কয়েক প্লেট বিরিয়ানি খেয়ে কিছু এক্সট্রা কামিয়েও নিতে পারবেন। 

 

৩# শেয়ার বাজারে মনোযোগ দেয়া যায়। অন্যতম বিশ্বসেরা অ্যাথলেট হিসেবে চাইলে বাজার ম্যানুপুলেট করে কামিয়ে নিতে পারেন আরও কিছু টাকা কড়ি। 

 

৪# এই বেকার সময়ে নিজের নির্বাচনে নমিনেশন পাওয়া নিয়ে ভাবতে পারেন। একবার আওয়ামীলীগ থেকে নমিনেশন পেয়ে গেলে এমপি হওয়া আর কেউ ঠেকাতে পারবে না।

 

৫# বেকার বসে না থেকে এমপিথ্রি বই নিয়েই মাঠে নামতে পারেন। বল তো আর আসবে না, পুরো সময়ই নিতে পারবেন দারুন প্রস্তুতি। এইসব ফুটবল টুটবল খেলে কী হবে! একবার বিসিএস হয়ে গেছে জীবন সেট।

১০৬১ পঠিত ... ১৬:২৩, নভেম্বর ২৯, ২০২২

Top