ব্রাজিলের জয়ের পর আর্জেন্টিনা ফ্যানরা নিজেদের যেভাবে সামলাবেন

৫০১ পঠিত ... ১৬:১৬, নভেম্বর ২৯, ২০২২

argentina-thumb

আর্জেন্টিনা সমর্থকদের দু’টো কষ্ট। একটি আর্জেন্টিনার হেরে যাওয়া, আরেকটি ব্রাজিলের জিতে যাওয়া। প্রথম কষ্টের কোন প্রতিকার না থাকলেও দ্বিতীয় কষ্টের প্রতিকার আছে। ব্রাজিল জিতে যাওয়ার কষ্টে নিজেকে কীভাবে সামলাবেন এমনই কিছু প্রতিকার নিয়ে ভেবেছে eআরকির আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। 

 

১# ২০১৪ বিশ্বকাপের জার্মানির সেমিফাইনাল ম্যাচটির হাইলাইটস দেখুন। এক গবেষণায় দেখা গেছে, যেকোন ভারি ও হালকা দুঃখের পর এই ম্যাচের হাইলাইটস দেখলে আর্জেন্টিনা সমর্থকদের কষ্ট কিছুটা কমে।

 

২# শুধু হলুদের গুঁড়া নয়, বাসা থেকে হলুদ রংয়ের সকল আসবাব, জামা-কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দিন। কিংবা দান করতে পারেন মানবতার দেয়ালে। ভালো লাগবে। 

 

৩# বুকে পাথর চাপা দিতে পারেন। বুকের উপর একটা পাথর থাকলে ব্রাজিলের জিতে যাওয়ার কষ্ট কিছুটা কমে। তবে খেয়াল রাখবেন, পাথরটি যেন হলুদ রংয়ের না হয়। তাহলে কষ্ট কমার পরিবর্তে উলটো বেড়ে যেতে পারে।

 

৪# ব্রাজিল জিতলেও খেলায় যে তারা নান্দনিক ফুটবল খেলতে পারেনি, এই বিষয়ে একটি গবেষণাধর্মী ফেসবুক স্ট্যাটাস লিখতে পারেন। ব্রাজিলের বিপক্ষ দল জিতলেই যে বরং ফুটবলের সৌন্দর্য টিকে থাকতো সে বিষয়েও আলোকপাত করতে পারেন। 

 

৫# বন্ধ কোনো ঘরে নিজেকে আটকে ঘন্টাখানেক কান্নাকাটি করুন। কান্না করে নিজের মনের সব দুঃখ ঝরিয়ে ফেললে দেখবেন বেশি কষ্ট লাগছে না। তবে খেয়াল রাখবেন, কান্নাকাটির সময় কোন ব্রাজিল ফ্যান যেন না দেখে। তাহলে ভাইরাল হয়ে যেতে পারেন।

৫০১ পঠিত ... ১৬:১৬, নভেম্বর ২৯, ২০২২

Top