প্রথম ম্যাচেই আর্জেন্টিনা সৌদির কাছে ২-১ গোলে হেরেছে। অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া। এ নিয়ে বিরাট শঙ্কায় সমর্থক গোষ্ঠী। আজ যদি আর্জেন্টিনা ম্যাক্সিকোর কাছে হেরে যায় তাহলে বাদ পড়ে যাবে এবারের বিশ্বকাপ থেকে। তবে কী হবে এই সমর্থদের? কে দেখবে তাদের মনের অবস্থা? কেউ না দেখলেও eআরকি দেখবে। আসুন দেখি কীভাবে।
১#
টাকা খরচ করে যারা জার্সি কিনে ফেলেছেন, তারা টাকার মায়া করে সেই জার্সি বিক্রি করে, এক প্লেট গরম গরম বিরিয়ানি খেয়ে ফেলুন। পৃথিবিতে একমাত্র বিরিয়ানিই যে কোনো কষ্ট মুছে দিতে পারে।
২#
দুঃখ-কষ্টের আইডল, বাপ্পারাজের ছবি দেখুন দিনরাত। হয়ে যাবে আপনার কষ্টে-কষ্টে কাটাকাটি।
৩#
ভুলে যাবেন না আপনারা ৮৬ সালে একটা বিশ্বকাপ জিতেছিলেন। তাই সেই বিশ্বকাপের হাইলাইটস দেখবেন। যে আমলেই জিতুক না কেন, প্রিয় দলের জয় দেখতে ভালো লাগবে।
৪#
আপনারা জানেন না, কিন্তু আর্জেন্টিনাও হাফ টাইমে জ্বীন নামানোর চেষ্টা করেছিল। কিন্তু, ওদের ডাকে ভুলভাল জ্বীন নেমে চলে এসেছিল, সঠিক জ্বীন আসে নাই। তাই এবারের ম্যাচ হারলেও দোষটা আসলে জ্বীনেরই।
৫#
সবাই ভুলে গেলেও আপনারা ভুলে যাবেন না, ফিফা কোনো খেলা না। আসল খেলা হচ্ছে কোপা আমেরিকা। আর আপনারা সেটায় একদম কোপায় দেন।
৬#
প্রথম ম্যাচে যে ৩টা গোল অফসাইড হয়েছিল, ওই ৩টা গোল আসলে আপনাদের ভাগের গোল ছিল। ওই গোলগুলা আজকের ম্যাচে দিয়ে দিলে আপনারা জিততে পারবেন হয়তো। তাই দোষ দলের না দিয়ে অফসাইডের দেবেন।
৭#
আর্জেন্টিনা আপনাদের প্রথম ভালোবাসার দল। প্রথম ভালোবাসা সবসময় ঠিক মানুষের সাথে হলেও ভুল সময়ে হয়। তাই সময়ের দোষ দিয়ে দ্বিতীয় ভালোবাসার দলের জার্সি পরে নেবেন তাড়াতাড়ি।
৮#
মেসির সম্ভবত এটা শেষ বিশ্বকাপ। শেষ যে কোনো জিনিসই একটু দুখি দুখি থাকে। এই যেমন স্কুলের শেষদিন, রিলেশনের শেষদিন। তাই ওসব দিনে কোনোকিছু না জেতাটাই স্বাভাবিক। নিজেকে বোঝাবেন।