কাজের বুয়া হিসেবে যে দশটি ভদ্রতা আপনি অবশ্যই মেনে চলবেন

১৭৫১ পঠিত ... ১৮:১৩, অক্টোবর ২৬, ২০২২

Kajer-bua

প্রতিটা কাজেরই কিছু ভদ্রতা থাকে। কাজের বুয়া হিসেবেও আপনার কিছু ভদ্রতা আছে যা মেনে চলা আপনার দায়িত্ব। আসুন জেনে নিই কী সেই ভদ্রতাগুলো।

 

১#

ইদের ছুটি ১০ দিনের নিলে নিশ্চিন্তে দেড়, দুই মাস ছুটি কাটিয়ে আসবেন। মনে রাখবেন বছরে ইদ দুইটাই আসে, মনমতো ছুটি কাটাতে না পারলে এসব কাম কাইজ আর কয়দিন!

 

২#

ব্যাচেলর বাসায় একদিন রান্না করতে গেলে পরের দুইদিন যাবেন না। ওরা ছেলেপিলে মানুষ বাইরে দুইদিন খেলে কী আর হবে!

 

৩#

রান্না করার সময় খুব বেশি একটা সময় নিয়ে রান্না করা যাবে না, কোনোরকম সবজি সেদ্ধ হলেই রান্না শেষ করে ফেলবেন।

 

৪#

শাক কাটার সময় নিজের দু’য়েকটা চুল ছিঁড়ে কেটে দিবেন। চুল ছাড়া তরকারি পানসে পানসে লাগে!

 

৫#

ঘর ঝাড়ার সময় কিছু ময়লা ঝাড়ু দিয়ে শো-কেস, আলমারির কোনায় রেখে দেবেন। ওসব কোনাকানা জায়গায় এমনিও ময়লা জমে, পরিষ্কার করা লস!

 

৬#

প্রতিবেলা কাজের সময় একটা করে কাচের জিনিস অবশ্যই ভাঙবেন। কোনদিন ভাঙতে ভুল হলে পরেরদিন দুইটা ভেঙে দিবেন।

 

৭#

মসলা, তেল, পেয়াজ এগুলো সবজির থেকেও বেশি পরিমাণে ব্যবহার করবেন। আপনার প্রধান দায়িত্ব হবে একমাসের বাজার দশ দিনে শেষ করে ফেলা।

 

৮#

কাপড় ধুয়ার ব্যাপারে আপনাকে হতে হবে খুবই সতর্ক। কোনোভাবেই যেন কাপড় পরিষ্কার না হয় সেদিকে মনোযোগ দিবেন।

 

৯#

আপনি হবেন কালার ব্লাইন্ড মানুষ! রঙ নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না। আপনি সব রঙের কাপড় একসাথে ভিজাবেন তারপর সাদা কাপড়ে রঙ লাগলে জিজ্ঞেস করবেন, ‘সাদাডা দিছেন ক্যা আফনে!’

 

১০#

এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাতে না পারলে আপনি কোনোভাবেই প্রফেশনাল কাজের বুয়া হতে পারবেন না। তাই নিজেকে প্রফেশনাল কাজের বুয়া বানাতে হলে সবার আগে এ বাড়ির কথা ও বাড়িতে লাগান।

১৭৫১ পঠিত ... ১৮:১৩, অক্টোবর ২৬, ২০২২

Top