প্রায়ই বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে অঘোষিতভাবে বাস চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? কী এমন কারণ থাকে যে, কোন ধরনের ঘোষণা ছাড়াই একযোগে সব বাস বন্ধ হয়ে যায়? তেমন কিছু সম্ভাব কারণই খুঁজে বের করার চেষ্টা করেছে eআরকির গবেষক দল।
১# বাসগুলো বিএনপি দরদি। তারা চায় না, বাসে চড়ে সমাবেশ গিয়ে বিএনপি নেতাকর্মীরা মারধরের শিকার হোক
২# ওইদিন বাসগুলোর মন ভালো থাকে না। তাই তারা কোথাও যায় না
৩# হতে পারে বিএনপির সমাবেশের দিন সবগুলো বাসের চাকা একযোগে পাংচার হয়ে যায়। চাকা পাংচার হয়ে গেলে কীভাবে চলবে!
৪# ওইদিন বাসগুলোর স্পেশাল ছুটি থাকে, ছুটির দিনে কোথাও যাবে কেন? বাস বলে কি তাদের ছুটি কাটানোর অধিকার নেই?
৫# সারা বছরই রাস্তায় দৌঁড়ায়। সেজন্য বিএনপির সমাবেশের আগেরদিন তারা চিট ডে পালন করে। কোথাও যায় না
৬# বাসগুলো শান্তিতে বিশ্বাসী, কোন ধরনের গ্যাঞ্জাম তারা চায় না, মূলত শান্তিতে নোবেল পাওয়াই তাদের লক্ষ
৭# বিএনপি সমাবেশে গেলেই সহমত ভাইদের কাজ বেড়ে যায়। তারা একটু শান্তিতে থাকতে পারে না। বাসগুলো আসলে সহমত ভাইদের ভালোবাসে। সেজন্য বন্ধ থাকে
৮# জ্বালানি সংকটের এমন সময়ে জ্বালানি সঞ্চয় করাই বাসগুলোর মূল্য উদ্দেশ্য। সেজন্য তারা একদিন না চলে জ্বালানি সেভ করে
৯# বাসগুলো ঐদিন আসলে ঘুমে থাকে, চলছে কি চলছে না তাদের কোন হিসেব থাকে না
১০# সারা বছর রাস্তায় চলার পর ওই একদিন তারা ফ্যামিলিকে সময় দেয়। সেজন্য বের হয় না