ধার করা টাকা ফেরত না দেয়ার দশটি নিনজা টেকনিক

১৭৩৬ পঠিত ... ১৮:০০, অক্টোবর ০৩, ২০২২

Dharer-taka

আপনি কি টাকা ধার নিয়ে, ফেরত দিতে পারছেন না? পাওনাদার প্রতিদিন প্যারা দিচ্ছে? আর চিন্তা নেই, বাজারে চলে এসেছে ধার করা টাকা ফেরত না দেয়ার দশটি নিনজা টেকনিক। আসুন জেনে নিই কী সেই টেকনিক।

 

১#

‘আপনার কাঙ্খিত নম্বরটিতে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না’এই কথাটি মোবাইলে রেকর্ড করে রাখুন, পাওনাদার কল দিলেই রিসিভ করে রেকর্ড চালিয়ে দিন। সে যা বোঝার বুঝে যাবে।

 

২#

ধারের টাকা ফেরত দেয়ার ডেইটের আগের রাতে তাকে ফোন করে জানান, ‘ভাই খুব বিপদে আছি রে, পকেটটা ফাঁকা, ঘরে অভাব অনেক। কিছু টাকা হাওলাদ দে একসাথে সব মিটিয়ে দেবো।‘

 

৩#

তাকে ফোন করে বলুন, ‘তোমার থেকে নেয়া টাকা ফেরত দিতে আসব, কিন্তু আমার কাছে আসার ভাড়া নাই। শ’খানেক টাকা দিবি ভাড়ার জন্য?’ সে নিশ্চয়ই আরও ১০০ টাকা হারাতে চাইবে না।

 

৪#

ধারের টাকা ফেরত করার দিন তাকে নিয়ে বাসার কাছের টং এ বসবেন, চা-সিগারেট সহ ভরপেট নাস্তা করবেন তারপর ফোনে কথা বলতে বলতে কেটে পরবেন। নাস্তার বিলটাও বেঁচে যাবে।

 

৫#

মানিব্যাগ ইউজ করা বন্ধ করে দিন। রাস্তাঘাটে পাওনাদারের সাথে দেখা হলে বলতে পারবেন, ‘ভাই মানিব্যাগ তো নিয়ে আসি নাই।’ পারলে বাসায় যাওয়ার ভাড়ার কথা বলে তার থেকে আরও কিছু টাকা মেরে দিন।

 

৬#

তার সাথে দেখা হলেই বলবেন, ‘ভাই আমি মাত্র মোহাম্মদপুর থেকে আসলাম।‘

 

৭#

দুইদিন পরেই কিছু টাকা পাবেন সেই টাকা দিয়ে তার ধারের টাকা সহ তাকেও কিছু টাকা হাওলাদ দিবেন এই আশ্বাস দিতে থাকুন রেগুলার।

 

৮#

সে টাকা চাইলে জানাবেন তার বউ এর কাছে টাকা ফেরত দিয়েছেন, বউ চাইলে জানাবেন, ‘ভাবি ওর কাছেই ফেরত দিছি। ও সম্ভবত আপনাকে জানাতে চায় নি।’ ব্যস বাকি দায়িত্ব বউয়ের।

 

৯#

ধার নিয়ে টাকা ফেরত দেয় না; আপনার এমন কিছু বন্ধুর লিস্ট ধরিয়ে দিন তাকে। আপনার কাছে টাকা চাইলে তাকে হুমকি দিয়ে বলুন, ‘আর একবার টাকা চাইলে ওদেরকে তোর নাম, ফোন নম্বর দিয়ে দেবো।‘

 

১০#

আপনার কাছ থেকে ধারের টাকা ফেরত নিয়ে কার কার জীবনে কী কী দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেন। বলুন, ধারের টাকা ফেরত নেয়ার পর অমুক অ্যাক্সিডেন্ট করেছে, তমুকের আইফোন চুরি হয়েছে, অমুকের ব্রেকাপ হয়ে গেছে। আপনি যে তাকে তার ভালোর জন্যই টাকাটা ফেরত দিচ্ছেন না তাও জানিয়ে দিন।

১৭৩৬ পঠিত ... ১৮:০০, অক্টোবর ০৩, ২০২২

Top