পূজার সময় যে দশ ধরনের মানুষ আপনি পাবেনই পাবেন

৬৮৩ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ০১, ২০২২

Puzar-shomoy

পূজা বিশাল উৎসবের সময়। এখানে বিভিন্ন ধরনের মানুষ যায়। তবে এমন কিছু মানুষ আছে যাদের দেখলেই বুঝে ফেলা যায় এদের উদ্দেশ্য কী। আসুন জেনে নেই এরা কারা।

 

১#

কিছু মানুষের উদ্দেশ্য থাকে নাচানাচি করা। কেউ দেখল নাকি না এতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। বিরতিহীনভাবে নেচে যায় কোনো ক্লান্তি ছাড়াই।

৩#

এদের কাজ হচ্ছে মণ্ডপ মন্ডপ ঘুরে ফ্লার্ট করা। এই শ্রেণির মানুষ পূজাকে স্বর্গীয় সময় মনে করে। প্রতি মণ্ডপে নতুন নতুন ক্রাশ। পটাতে পারলেই স্বরস্বতী ঘরে।

 

৪#

এরা পূজার যাবতীয় সব কাজকর্ম করে। কারণ তারা পূজার ম্যানেজমেন্ট এর খুব শক্ত দায়িত্ব নিয়ে থাকে। মহালয়া থেকে দশমী পর্যন্ত তাদের চলে বিভিন্ন ধরনের পূজা।

 

৫#

ইনাদের কাছে পূজার আগে সাজগোজটাই আসল। বছরে একবার দূর্গাপূজা আসা উপলক্ষে বাহারি সাজে উপস্থিত হয় এরা। হীরের চেয়ে যেন এদের গায়ের সাজের চমকই বেশি।

 

৬#

এই একদল যায় ঘোরাঘুরি করতে। বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ঘুরে বেড়ানোই এদের উদ্দেশ্য। সবাই মিলে প্রতি মণ্ডপে হৈ হুল্লোড় করে বেড়ায়। তারা পূজার মজাও পায় আবার আশেপাশের সবাইকে নিয়েও আনন্দ করে।

৭#

এরা যায় শুধুমাত্র খাবার খেতে। পেটপূজা করা মানুষগুলোর জন্য পূজাতে থাকে বিভিন্ন রকমের খাবার। কোন খাবারটা ভালো তা পরখ করতেই চলে যায় তাদের সময়। তারা মূর্তি দর্শনের আগে প্রসাদ দর্শনে বেশি আগ্রহী।

 

৮#

এনারা হচ্ছেন প্রেমিক-প্রেমিকা। যারা যেখানেই সুযোগ পান প্রেম করেন। একসাথে আড্ডা, ঘোরাঘুরি আর খাওয়াতে চলে তাদের পূজার প্রেম। এছাড়াও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে ম্যাচিং ম্যাচিং কাপল ড্রেস তো আছেই। 

 

৯#

এদের কাজ হচ্ছে মণ্ডপ ঘুরে দেখা। কে কয়টা মণ্ডপে গেল তা নিয়ে কম্পিটিশনে নামে একদল মানুষ। তারা প্রতি মণ্ডপে ঘুরে ঘুরে কাউন্ট করে কে কত বেশি মণ্ডপ ঘুরলো। 

 

১০#

এরা অনেক আবেগী, এরা সব আটকাতে পারে কিন্তু আবেগ না। প্রতিমার দিকে তাকিয়ে আবেগী হয়ে যাওয়া মানুষের মণ্ডপ ভ্রমণ হয় কাঁদতে কাঁদতে।

৬৮৩ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ০১, ২০২২

Top