পাশের বাসায় আন্টি হিসেবে বেড়াতে গেলে যে দায়িত্বগুলো অবশ্যই পালন করবেন

৯৯২ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ২৬, ২০২২

Pasher-bashar-aunty

জীবনের সব মোড়েই আমাদের দায়িত্ব থাকে। মা হিসেবে দায়িত্ব, বোন হিসেবে দায়িত্ব, গফ হিসেবে দায়িত্ব, এমনকি বান্ধবি হিসেবে দায়িত্ব। তবে আমরা মাঝেমধ্যেই ভুলে যাই একজন পাশের বাসার আন্টি হিসেবে আমাদের কিছু মৌলিক দায়িত্ব আছে। আসুন দেখি কী এই দায়িত্ব।

১#

ওই বাসার ছেলে/মেয়েকে দেখলেই সবার আগে জানতে চাইবেন ‘আল্লাহ তুমি এতো শুকাইছো কীভাবে!’

২#

তাদের বাসায় ঢোকা মাত্রই নিজেকে মনে মনে একজন ঘটক ভাবা শুরু করবেন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, তাদের বাসার বাচ্চা থেকে শুরু করে সবার জন্য বিয়ের আলাপ দিবেন।

৩#

কথা বলার ফাঁকে ফাঁকে ভাবিকে জানিয়ে দিবেন পাশের বাসায় গতকাল কী নিয়ে ঝগড়া লেগে রাত ২ টায় গ্লাস ভেঙে ফেলেছিল।

৪#

ভাবির মেয়েকে কবে, কত তারিখ, কোন লগ্নে, এলাকার কোন বখাটে ছেলের সাথে ঘুরতে দেখেছেন তা একদম ইন ডিটেইলসে জানিয়ে দিবেন।

৫#

আপনার ছেলে/মেয়ে কবে কোন পরীক্ষায়, কয় বিষয়ে, কতরকমের জিপিএ ফাইভ পেয়েছে তা অবশ্যই জানাবেন। সম্ভব হলে এক বোতল পা ধোয়া পানি আগে থেকেই ব্যবস্থা করে নিয়ে যাবেন।

৬#

নীচ তলার ভাবিকে ভাই নতুন কী কী জিনিস কোন জায়গা থেকে এনে দিয়েছে তা একদম মূখস্তভাবে জানাবেন।

৭#

আগামী একমাসে আপনি আর আপনার ফ্যামিলি কতগুলো ট্রিপে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কত টাকা বাজেট তার ও একটা লিখিত স্লিপ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

৮#

এলাকার কোন কোন বিষয় নিয়ে আপনার অতিমাত্রায় সন্দেহ হচ্ছে তা জানিয়ে রাখবেন। এবং গভীরভাবে সতর্ক করে দিবেন এই সন্দেহভাজনদের হাত থেকে।

৯#

পাশের বাড়ির ছেলে/মেয়ের হেয়ারস্টাইল কেমন হবে এবং কী ধরণের জামা কাপড় পরবে সেই সম্পর্কে পূর্ণ ধারণা দিয়ে আসুন। এবং জানিয়ে আসুন তারা বাহিরে গেলে পিছন থেকে কোন বাসার ভাবি কী মন্তব্য করেন।

১০#

গল্প শেষে আসার সময় এক কাপ লবণ/তেল আনতে একদমই ভুলবেন না। পরের সপ্তাহে এগুলো ফেরত দেয়ার উসিলায় আবারও তাদের বাসায় যাওয়ার সুযোগ থাকবে।

৯৯২ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ২৬, ২০২২

Top