নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুললে যে কাজগুলো করতে ভুলবেন না 

১০৯১ পঠিত ... ২০:১৬, সেপ্টেম্বর ১৭, ২০২২

Notun-facebook

আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন, তাহলে এই কাজগুলো করা আপনার জন্য ফরজ। এছাড়াও আইডি দেখেই যদি চিনে ফেলতে চান ‘এই বান্দা ফেসবুকে নতুন’  তাহলে এখনই জেনে নিন কীভাবে।

 

১#

আপনার আইডির নাম হতে হবে Angel Sadia, Devil Boy Mofiz এরকম। আসল নাম যাই হোক না কেন, সেটা দেয়া যাবে না। লাগলে বাড়িতে কথা বলে এই নতুন নামে আকিকা করিয়ে নিবেন।

 

২#

নিজের ফেসবুক বায়োতে সুন্দর করে লিখে রাখবেন My life my rules, daddy’s princess/prince, 101 word is not enough for describing myself

 

৩#

বাংলাদেশে থেকেও Works at London, America এসব জায়গা দিয়ে রাখবেন। এতে মাস শেষে পকেটে বেতন না আসলেও ক্রাশদের কাছ থেকে হাই, হ্যালো মেসেজ আসার সম্ভাবনা থাকে।

 

৪#

একটা অপশন আছে না, নিজের শখ/এক্টিভিটিস অ্যাড করা যায়? জি, ওটা আপনার দাদা উত্তরাধিকার সূত্রে আপনার জন্য রেখে গিয়েছিলেন। এক কানাকড়িও বাদ দেয়া যাবে না, পুরোটা ভরে লিখে রাখবেন। জীবনে এই খেলার নামও শুনেছেন কিনা ওটা ম্যাটার করে না।

 

৫#

আইডি সাজানোর পালা শেষ করে এবার আপনি গণহারে সবাইকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো শুরু করবেন। পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ রাস্তা দিয়ে যাওয়ার পথে যাকে দেখেছিলেন তাকেও।

 

৬#

কেউ আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করা মাত্রই তার ইনবক্সে একটা লাইক পাঠাবেন। নাহলে কনভারসেশন শুরু হবে কীভাবে?

 

৭#

যে কোন পোস্ট ফ্রেন্ড লিস্টের সবাইকে ট্যাগ করে দিবেন। ধরুন আপনি একা একা পাবলিক টয়লেটে গিয়েছিলেন, পোস্ট করবেন at public toilet with sadia and 69 other’s

 

৮#

কেউ কোন পোস্ট করলে তাকে সাথে সাথে কমেন্ট বক্সে কুশল বিনিময় করবেন, তার বাসার লোক কেমন আছে, কে কোথায় আছে জানতে চাইবেন, ইনবক্স বলেও যে একটা জিনিস আছে ওটা মনে রাখার কোন দরকার নেই আপনার।

 

৯#

আপনার আশেপাশে যখন যা ঘটুক, আপনি যেখানেই কদম ফেলবেন তার ছবি তুলে পোস্ট করে দেবেন সাথে সাথে। মনে রাখবেন শত শত মানুষ অপেক্ষায় থাকে আপনারই পোস্ট দেখার জন্য।

 

১০#

কবি হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। গুগল থেকে ‘কষ্টের স্ট্যাটাস’ নামিয়ে মনমরা হয়ে ছবি তুলে ক্যাপশনে দিয়ে দিবেন।

১০৯১ পঠিত ... ২০:১৬, সেপ্টেম্বর ১৭, ২০২২

Top