এই পরীক্ষার মৌসুমে আপনার পরিচিত পরীক্ষার্থীদের প্রতি আপনার বিরাট এক ভূমিকা আছে, যা পালন না করলে ওদের পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক। আসুন জেনে নিই আপনি কীভাবে তাদের উপকার করতে পারেন।
১# তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার এটাই মোক্ষম সময়। নিজের বাচ্চাকাচ্চা, আত্মীয়-স্বজনসহ সপরিবারে তাদের বাড়িতে চলে যান। হইচইয়ে মাতিয়ে তুলুন চারপাশ, পরীক্ষার্থীদের পড়ার কথা চিন্তা করার দরকারটা কী আপনার?
২# বাড়িতে বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান করা হচ্ছে না অনেকদিন? এখনই করে ফেলুন। সারারাত গায়ে হলুদের গান বাজাবেন স্পিকারে।
৩# অকারণেই পরীক্ষার হলের সামনে গিয়ে মারামারি বাধিয়ে ফেলুন। মারামারি দেখে হলে ঢুকলে পরীক্ষার্থীরা পরীক্ষার ভয় কাটিয়ে উঠতে পারবে।
৪# পরীক্ষার হলের সামনে দিয়ে যাওয়ার সময় জোরে হর্ন বাজান, আপনার উপস্থিতি যেন তারা কোনোভাবেই ভুলে না যায়।
৫# শিক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে হলে যেতে পারে তাই হলের আশেপাশে রাজনৈতিক সভা সমাবেশ করতে পারেন।
৬# ওয়াজ-মাহফিল ছাড়া এই সময়ে কি চলে? আয়োজন করুন পরীক্ষার্থীর বাসার সামনেই, অন্তত মাইক একটা ফিট করতে পারেন সেখানে।
৭# আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ের ধুম ফেলে দিন। ওরা বিয়েতে আসতে পারবে না বলে মন খারাপ করবে কিনা, ওইটা ওদের ব্যাপার।
৮# প্রতিবেশী হিসেবে সারাবছরের সব ঝগড়া উঠিয়ে রাখুন। পরীক্ষার আগের রাতে ঝগড়ার বাধ খুলে দিন। ঝগড়া শুনলে পরীক্ষা ভালো হবে নিশ্চয়ই।
৯# ওদের দেখলেই ঘণ্টাখানেকের মোটিভেশন দেয়া শুরু করুন। মনে রাখবেন মোটিভেশনের এই বিশাল দুনিয়ায় আপনিও একজন সোলায়মান সুখন।
১০# মজাদার খাবার দাবার রান্নাবান্না করে ওদের দাওয়াত করুন। দুইঘণ্টা বসিয়ে ওদের না খেয়ে যেতে দেবেন না একদমই।