এসএসসি পরীক্ষার্থীদের যে উপকারগুলো আপনি অবশ্যই করবেন

৫৭৭ পঠিত ... ১৮:০৮, সেপ্টেম্বর ১৫, ২০২২

Chenajana-student-thakle (1)

এই পরীক্ষার মৌসুমে আপনার পরিচিত পরীক্ষার্থীদের প্রতি আপনার বিরাট এক ভূমিকা আছে, যা পালন না করলে ওদের পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক। আসুন জেনে নিই আপনি কীভাবে তাদের উপকার করতে পারেন।

 

১# তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার এটাই মোক্ষম সময়। নিজের বাচ্চাকাচ্চা, আত্মীয়-স্বজনসহ সপরিবারে তাদের বাড়িতে চলে যান। হইচইয়ে মাতিয়ে তুলুন চারপাশ, পরীক্ষার্থীদের পড়ার কথা চিন্তা করার দরকারটা কী আপনার?  

 

২# বাড়িতে বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান করা হচ্ছে না অনেকদিন? এখনই করে ফেলুন। সারারাত গায়ে হলুদের গান বাজাবেন স্পিকারে।

 

৩# অকারণেই পরীক্ষার হলের সামনে গিয়ে মারামারি বাধিয়ে ফেলুন। মারামারি দেখে হলে ঢুকলে পরীক্ষার্থীরা পরীক্ষার ভয় কাটিয়ে উঠতে পারবে।

 

৪# পরীক্ষার হলের সামনে দিয়ে যাওয়ার সময় জোরে হর্ন বাজান, আপনার উপস্থিতি যেন তারা কোনোভাবেই ভুলে না যায়।

 

৫# শিক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে হলে যেতে পারে তাই হলের আশেপাশে রাজনৈতিক সভা সমাবেশ করতে পারেন।

 

৬# ওয়াজ-মাহফিল ছাড়া এই সময়ে কি চলে? আয়োজন করুন পরীক্ষার্থীর বাসার সামনেই, অন্তত মাইক একটা ফিট করতে পারেন সেখানে।

 

৭# আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ের ধুম ফেলে দিন। ওরা বিয়েতে আসতে পারবে না বলে মন খারাপ করবে কিনা, ওইটা ওদের ব্যাপার।

 

৮# প্রতিবেশী হিসেবে সারাবছরের সব ঝগড়া উঠিয়ে রাখুন। পরীক্ষার আগের রাতে ঝগড়ার বাধ খুলে দিন। ঝগড়া শুনলে পরীক্ষা ভালো হবে নিশ্চয়ই।  

 

৯# ওদের দেখলেই ঘণ্টাখানেকের মোটিভেশন দেয়া শুরু করুন। মনে রাখবেন মোটিভেশনের এই বিশাল দুনিয়ায় আপনিও একজন সোলায়মান সুখন।

 

১০# মজাদার খাবার দাবার রান্নাবান্না করে ওদের দাওয়াত করুন। দুইঘণ্টা বসিয়ে ওদের না খেয়ে যেতে দেবেন না একদমই।

৫৭৭ পঠিত ... ১৮:০৮, সেপ্টেম্বর ১৫, ২০২২

Top