যে কাজগুলো না করলে বাঙালির ট্যুরই সম্পূর্ণ হয় না

৭৭৮ পঠিত ... ১৬:৫৪, সেপ্টেম্বর ১৩, ২০২২

Tour

ঘোরাঘুরি ভীষন মজার, আমরা কম বেশি সবাই ঘুরতে পছন্দ করি। বছরে একবার অন্তত ট্যুর দিতে না পারলে দমবন্ধ লাগে। তাহলে আসুন শুনে নিই আমরা এই ট্যুরের সময় কোন কাজগুলো অবশ্যই করি।

 

১# অপরিচিত কেউ কিছু খেতে দিলে তা গপগপ করে খেয়ে নিই। কেউ খাবার সাধলে তো আর না করা যায় না!

 

২# হাত আর মাথার অর্ধেক জানালার বাইরে দিয়ে রাখি অবশ্যই। বাতাসে চুল না উড়লে আবার কীসের ট্যুর?

 

৩# বমি করার জন্য পলিথিন অপচয় না করে পাশেরজনের গায়ে করাই বুদ্ধিমানের কাজ। শেয়ারিং ইজ কেয়ারিং।

 

৪# একই জায়গায় অন্য কেউ যাচ্ছে দেখলে তার ঘাড়ে পরে যাওয়ার চেষ্টা করি। যত সঞ্চয় তত সাফল্য।

 

৫# কেউ আন্তরিকতা দেখালে নিজের একটা দুইটা ব্যাগ, বস্তা তার কাছে ধরিয়ে দেয়ার চেষ্টা করি। স্বার্থ উদ্ধার সবার আগে।

 

৬# হোটেল থেকে দেয়া শ্যাম্পু, সাবান বাসায় নিয়ে আসার পাশাপাশি বিছানার চাদর, তোয়ালেও নিয়ে আসি স্মৃতি হিসেবে। এগুলো দেখলেই মনে পড়ে যাবে ট্যুরের কথা।

 

৭# চিপসের প্যাকেট এবং এতো বছরে জমানো যাবতীয় যা ময়লা আবর্জনা আছে সব ট্যুরিস্ট স্পটে ফেলে দিয়ে আসি। বাসার পাশের ডাস্টবিনকে এতো প্রেশার দিয়ে লাভ কী?

 

৮# বিশেষ কোন স্থাপনা দেখলে সেখানে নিজের ও প্রেমিক/প্রেমিকার নাম প্লাস মাইনাস করে লিখে আসতে ভুলি না। ভালোবাসা সবার আগে।

 

৯# পানিতে নামলে ছোটখাট কাজ পানিতেই সেরে আসি। এই অল্প কাজের জন্য অচেনা জায়গায় পাবলিক টয়লেট কে খুঁজবে?

 

১০# যেখানেই যাই, পারলে ডেকসেট বা সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে যাই। প্রকৃতির নীরবতা আমাদের সহ্য হয় না, ওখানে হিন্দি গান বাজুক।

৭৭৮ পঠিত ... ১৬:৫৪, সেপ্টেম্বর ১৩, ২০২২

Top