বৃষ্টির দিন নিয়ে ১০টি ফ্যাক্ট যা আপনি কোথাও পাবেন না

১০৭১ পঠিত ... ১৬:৪৩, সেপ্টেম্বর ১৩, ২০২২

Bristidiner-fact

সকাল থেকেই চলছে নানা রকম বৃষ্টি। রিমঝিম বৃষ্টি, কাকভেজা বৃষ্টি, কুকুর-বেড়াল বৃষ্টি। এই নিয়ে আমরা খুশি হচ্ছি, কাদায় পিছলা খাচ্ছি, কেউ কেউ বৃষ্টিতে ভিজছি। কিন্তু এই বৃষ্টির যে রয়েছে কিছু অন্যরকম ফ্যাক্ট, তা কি আমরা জানি? চলুন জেনে আসা যাক...

১# বৃষ্টির দিনে সাধারণত প্রাক্তন প্রেমিক-প্রেমিকার কথা মনে পড়ে বেশি। মানুষ ইমোশনাল হয়ে যেতে পারে। কেউ কেউ আড়ালে আবডালে কান্নাকাটিও করতে পারে।

২# বৃষ্টির দিনে ঘরে থাকলে মনে হবে একটু বৃষ্টিতে ভিজি, বাইরে গেলে মনে হবে বাসায়ই ভালো ছিলাম।

৩# বৃহস্পতিবার বিকেল বেলার বৃষ্টি কখনও কখনও মানুষকে সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রভাবিত করে।

৪# বৃষ্টির দিনে যার অফিসের পাশে একটি কফিশপ আছে, তার দুঃখের কোনো তল নাই।  

৫# পরীক্ষার আগের রাতে বৃষ্টি হলে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা ৫ শতাংশ বেড়ে যায়।

৬# বৃষ্টির দিনে অফিসে আধাঘণ্টা উদাস হয়ে বসে থাকলে কাজের গতি বেড়ে যায়।

৭# এক গবেষণায় দেখা গেছে, বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ও হুমায়ূন আহমেদকে মানুষ একটু বেশি স্মরণ করে।

৮# একমাত্র বৃষ্টির দিনেই প্রেমিক-প্রেমিকারা কারণবশত রিক্সার হুড তোলে। 

৯# অন্যান্য দিনের চেয়ে বৃষ্টির দিনে ফার্মেসিতে ভীড় একটু বেশি থাকে।

১০# বৃষ্টির দিন ছাড়া আর কোনদিনই আপনার গাছে পানি দেয়ার কথা মনে পড়বে না।

১০৭১ পঠিত ... ১৬:৪৩, সেপ্টেম্বর ১৩, ২০২২

Top