পাবলিক ভার্সিটির স্টুডেন্ট না হলে, টিউশনি করাতে গেলে যে ১০ টি কথা অবশ্যই শুনতে হবে

১৫৩০ পঠিত ... ১৭:৪৭, সেপ্টেম্বর ০৮, ২০২২

Tutioni-korte-gele-ja-shunte-hobe

এখনকার যুগে আমাদের গার্ডিয়ানরা যেনো পাবলিক ভার্সিটির স্টুডেন্ট ছাড়া আর কারো কাছেই তার বাচ্চা পড়াতে দিতে চান না, উনাদের প্রধান চাহিদাই থাকে টিউটর পাবলিক ভার্সিটির হওয়া চাই।

আসুন জেনে নেই আপনি যদি পাবলিক ভার্সিটির স্টুডেন্ট না হোন তাহলে আপনাকে কোন ১০ টি কথা অবশ্যই শুনতে হবে।

 

১# ও আগে যার কাছে পড়তো ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলো।

 

২# আমাদের বংশের সব বাচ্চা-কাচ্চাই পাবলিক ভার্সিটির স্টুডেন্ট এর কাছে পড়ে।

 

৩# তুমি কি পাবলিক ভার্সিটিতে ট্রাই করছিলা?

 

৪# আমার কাছে আরও কয়টা টিউশনি ছিলো, কিন্তু তুমি তো ন্যাশনাল এর স্টুডেন্ট।

 

৫# বাচ্চাদের ছোট থেকেই গড়ে তুলতে হয় তাই আমি ওকে শুরু থেকেই পাবলিক ভার্সিটিতে পড়ে এমন টিচার দিতে চাইছি।

 

৬# ওর বাবাও পাবলিক ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে।

 

৭# পাবলিক ভার্সিটির স্টুডেন্টদের ব্রেইন অনেক দ্রুত কাজ করে।

 

৮# পাবলিকে পড়লে তোমাকে ওর বাবার অফিসে ঢুকায় দেয়া যেতো।

 

৯# তুমি ওকে দিন দুইবেলা পড়াইতে আইসো নাহয়, তুমিতো আর পাবলিকে পড়ো না যে রোজ ভার্সিটি যাবা।

 

১০# পাবলিকে পড়লে টিউশনি করায়েই অনেক স্বপ্ন পূরণ করা যায়।

১৫৩০ পঠিত ... ১৭:৪৭, সেপ্টেম্বর ০৮, ২০২২

Top