যে সকল কারণে শনিবার বিকেল সিনেমা মুক্তি দেয়া হচ্ছে না

১৩১৯ পঠিত ... ১৮:০৩, আগস্ট ২৭, ২০২২

Je-karone-Shonibar-bikel

কোন এক অদ্ভূত কারণে ৩ বছর ধরে সেন্সরে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। যেখানে বিশ্বের অনেক সিনেমাবোদ্ধা শনিবার বিকেল সিনেমার প্রশংসা করেছেন সেখানে কেন বাংলাদেশের সেন্সরবোর্ড সিনেমাটিকে মুক্তি দিচ্ছে না তাই ভেবে দেখার চেষ্টা করেছে eআরকি।

১# বাংলাদেশে সিনেমা মুক্তি দেয়া হয় শুক্রবারে। কিন্তু সিনেমাটির নামে আছে শনিবার। মুক্তি কীভাবে দিবে? শনিবার বিকেল নামের ছবি শুক্রবারে মুক্তি দিলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে।

২# এর আগে বিএনপি শাসনামলে মোস্তাফা সরয়ার ফারুকীর সিনেমা ‘মেইড ইন বাংলাদেশ’ সেন্সরে আটকে ছিলো দেড় বছর। বিএনপির শাসনামল থেকে এগিয়ে থাকতেই শনিবার বিকেল আটকে রাখা হয়েছে ৩ বছর।

৩# শুধুমাত্র শনিবার বিকেল নামে সিনেমা বানিয়ে অন্যান্য বারগুলোর প্রতি বৈষম্য করা হয়েছে। এই সিনেমা মুক্তি দিলে বৈষম্যকে প্রশ্রয় দেয়া হবে।

৪# শনিবার বিকেল নামটির সাথে শনির দশার একটা যোগসূত্র আছে। এই সিনেমা মুক্তি দিলে গ্রহ-নক্ষত্রে একটা গণ্ডগোল হতে পারে।  

৫# সম্প্রতি শিক্ষামন্ত্রী দিপুমনি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে ২দিন ছুটি থাকবে। তাও শুক্রবার ও শনিবার। সিনেমাটির নামও শনিবার বিকেল। শনিবার তো বন্ধ। রবিবার বিকেল হলে কিছু একটা করা যেতো।

১৩১৯ পঠিত ... ১৮:০৩, আগস্ট ২৭, ২০২২

Top