গরমে মেকআপের স্থায়িত্ব বাড়ানোর কিছু eআরকি টেকনিক

৭১৬ পঠিত ... ১৭:৪৩, আগস্ট ২৪, ২০২২

Gorome-makeup-er-sthayetto

চলছে এখন ভাদ্রমাস, ভয়াবহ গরম! এই গরমে জানই চলে যাবার যোগাড়, মেকআপ কোন ছার? কিন্তু না, eআরকির হয়ে মেকআপের স্থায়ীকরণের জন্য প্রগাঢ় গবেষণা চালিয়েছেন সাবিহা শারমিন ইভা। দেখুন সেই গবেষণারই ফলাফল…

 

১# মেকআপকে বলুন জীবনযুদ্ধে এগিয়ে থাকতে হলে টিকে থাকতে হবে। দরকার হলে ফাউন্ডেশনকে ইউটিউব ছেড়ে মোটিভেশনাল ভিডিও শোনান, কীভাবে জীবনের ফাউন্ডেশন দাঁড় করিয়ে স্থায়ী হতে হবে।

 

২# সাধারণত সূর্যের অসহ্য তাপমাত্রা বা হটনেসের কারণে আপনার মুখের মেকআপ গলে গলে পড়তে থাকে। সূর্যকে হারাতে সূর্যের চেয়েও হট হয়ে যাওয়ার চেষ্টা করুন। তবে দেখবেন, নিজেকে করার বদলে টেম্পার হট করে ফেলবেন না যেন।

 

৩# মেকআপের স্থায়ীত্ব বাড়ানোকে ব্যবহার করুন আপনার নিজের সাফল্যের অনুপ্রেরণা হিসেবে। যেহেতু গরমে মেকআপের স্থায়ীত্ব থাকে না, তাই অন্তত দামী দামী মেকআপের জন্য হলেও কষ্ট করে এসি-ওয়ালা বাড়ি, গাড়ি, অফিস করুন এবং আরামে থাকুন।

 

৪# তাৎক্ষণিকভাবে বড়লোক হওয়ার সুযোগ না থাকলে গলায় ঝুলাতে পারেন রাস্তার পাশে কিনতে পাওয়া ছোট ছোট গলা ফ্যান। এই গরমে শুধু মেকআপ না, আপনাকে টিকিয়ে রাখতেও তাদের ভূমিকা হবে অপরিসীম।

 

৫# মেকাপ করে ঘরে এসি চালিয়ে বসে থাকুন। রোদে বাইরে না গেলে মেকাপ গলারও কোন সম্ভাবনা নেই।

 

৬# মেকাপ করে নিজের মুখকে শরীর থেকে আলাদা করে ডিপ ফ্রিজে রাখতে পারেন।

 

৭# কলিকাতা হারবাল থেকে মেকাপ কিনতে পারেন। ওদের প্রোডাক্টের স্থায়িত্ব বেশি থাকার কথা।

 

৮# মেকাপকে বলুন, ‘তুই যদি নষ্ট হস তবে আমার মরা মুখ দেখবি।‘ দেখবেন, নষ্ট হবে না।

৭১৬ পঠিত ... ১৭:৪৩, আগস্ট ২৪, ২০২২

Top