জ্বালানি তেলের দাম বাড়ায় যে সুবিধাগুলো আমরা পাবো

৪৯২ পঠিত ... ১৬:৩১, আগস্ট ০৬, ২০২২

Teler-dam-briddhir-subidha

জ্বালানি তেলের দাম বাড়ায় হাহাকার শুরু করে দিয়েছে মানুষ। নানা অসুবিধার কথা তুলে ধরছেন অনেকে। কিন্তু মুদ্রার ওপিঠও আছে। সেখানে দেখা যাচ্ছে আশার আলো। জ্বালানি তেলের দাম বাড়ারও রয়েছে নানান সুবিধা। গবেষণায় প্রাপ্ত সেসব সুবিধাগুলো আমাদের জানাচ্ছেন এস আলম মানিক

 

# দাম বৃদ্ধির কারণে মানুষ যানবাহন নিয়ে অযথা ঘোরাফেরা করবে না। সাশ্রয় হবে অযথা এই হাওয়া-বাতাস খাওয়ার খরচ।

 

# মানুষ বেশি ভাড়ায় যানবাহনে চলা প্রত্যাখ্যান করবে। আবার ফিরে আসবে পায়ে হাঁটার যুগ। স্বাস্থ্য অটোমেটিক আবার জায়গায় চলে আসবে।  

 

# দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আসবে। মাছ-মাংসের পরিবর্তে ভাত-ডাল শাক-সবজিতে মুভ করবে। বা কম কম খাবে। নিরোগ ঝরঝরে ফিট শরীরের জন্য আর কী চাই বলেন?

 

# বাইক রাইডের দৌরাত্ব কিংবা অ্যাক্সিডেন্ট কমে যাবে। ১৩৪ টাকা লিটার দিয়ে কিনে ঢং করা কমে যাবে। বাবা-মারা খুশিতে হাততালি দেবে।

 

# নাশকতার জন্য যে কেউ ইচ্ছেমতো পেট্রোল-অকটেন ইচ্ছেমতো ছুঁড়তে পারতো। এখন দাম বাড়ার কারণে সেটা করতে শতবার চিন্তা করবে।

 

# গাড়িঘোড়ার পরিমাণ কমে আসবে, সেই সাথে কমে আসবে গাড়ির বিরক্তিকর হর্ন, প্যাঁ-পোঁ। শব্দদূষণ নেমে আসবে শূন্যের কোঠায়।

 

# আত্মীয়-স্বজনও কেউ আর বাসায় না যাবার জন্য খোঁটা দেবে না। গাড়িই নাই রাস্তায়, যাবে আর কীভাবে?

 

# লোডশেডিং হলেই এখন আর জেনারেটরের ঘড়ঘড় শব্দ শোনা যাবে না। ফিরে আসবে রিয়েল নব্বইয়ের দশক। স্মৃতিকাতর হয়ে পড়বে সবাই।  

৪৯২ পঠিত ... ১৬:৩১, আগস্ট ০৬, ২০২২

Top