অফিসের নারী কলিগের প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্য

১৬৪১ পঠিত ... ১৭:৫১, আগস্ট ০৪, ২০২২

Office-er-nari-coleegue

আপনি যদি একটি চাকরি করেন। সেখানে যদি আপনার নারী কলিগ থাকে। তবে একজন পুরুষ হিসেবে আপনার রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য। নারীদের প্রতি আপনার দায়িত্ব অবহেলা করলে হয়তো আপনার চাকরি নাও থাকতে পারে। জেনে নিন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

১# নিয়ম করে কয়েকদিন পর পরই কফির দাওয়াত দিন।

২# কলিগ সিঙ্গেল হলে ‘এখনো সিঙ্গেল কেন? মনের মত কাউকে পাচ্ছে না নাকি? কেমন ছেলে পছন্দ?’ ইত্যাদি জানার চেষ্টা করুন।

৩# রাতের বেলা মেসেজ দিয়ে ‘৩টা পর্যন্ত অনলাইনে কী করেন?’- জানতে চান। চুপচাপ থাকলে ‘বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে কি না? তা জানতে চান।

৪# বিবাহিত কলিগ হলে, স্বামীর সাথে বনিবনা কেমন সেটা জানতে চাইতে পারেন। আর বাচ্চা-কাচ্চা নেয়ার ইচ্ছে আছে কি না সেটা তো জানতে চাইতে পারেন।

৫# গায়ের রঙ যে আগের চেয়ে কিছু অনুজ্জ্বল হয়ে গেছে তা মনে করিয়ে দিন। সম্ভব হলে রুপ-লাবণ্য ধরে রাখার কিছু টিপসও দিতে পারেন।

৬# চোখের নিচে কালি কেন তাও জানতে চাইতে পারেন। আজকাল বেশি রাত জাগছে কি না সে বিষয়ে ছোট একটি ইনভেস্টিগেশনও চালাতে পারেন।  

৭# নিয়ম করে মাসে একবার ‘কী আপা, এত মুড সুইং কেন হচ্ছে?’ জিজ্ঞেস করুন

৮# নিজের বউকে কাজ করতে দেন না, তাই অন্যের বউকে সংসার রেখে কাজ করতে দেখলে আপনার কত কষ্ট হয় তা মনে করিয়ে দিন। 

৯# বেশি কথা বলার চাইতে মেয়েমানুষকে চুপচাপ, হাসিখুশি থাকলে যে বেশি ভালো লাগে এমন উপদেশ দেবেন।

১০# মিটিং এ নারী কলিগের ব্রিফের মাঝে বারবার কথা বলে নিজের জ্ঞান জাহির করবেন।

১৬৪১ পঠিত ... ১৭:৫১, আগস্ট ০৪, ২০২২

Top