যেভাবে জীবনযুদ্ধে একটু এগিয়ে থাকলাম

৮৮৭ পঠিত ... ১৬:৫৫, জুলাই ০২, ২০২২

Jibonjuddhe-egiye-thaka

সবাই চায় জীবনযুদ্ধে একটু এগিয়ে থাকতে। কিন্তু সঠিক সময়ে সঠিক পথ খুঁজে পায় না দেখে কেউ কেউ পারে না। তবে, প্রতিদিনই নানান কাজে অল্প অল্প করে আপনি জীবনযুদ্ধে এগিয়ে থাকতে পারেন। এমনই কিছু জীবনযুদ্ধে এগিয়ে থাকার অভিজ্ঞতা জানাচ্ছে eআরকির এগিয়ে থাকা সৈনিকেরা। 

১# সবাই জ্যামে দাঁড়িয়ে আছে। বাইকটি নিয়ে জ্যামের লাইনের একটু সামনে গিয়ে দাঁড়ালাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে গেলাম।

২# অফিসের কলিগ খাবারের বাটি খোলার সাথে সাথে নিজের ব্যক্তিগত চামুচটা একটু এগিয়ে দিলাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে থাকলাম।

৩# বিয়ের দাওয়াতে গিয়ে রেজালার বাটিটা নিজের নাগালের মধ্যে এনে রাখলাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে গেলাম।

৪# অফিসের যৌথ সিঙ্গারা খাওয়া প্রজেক্টে একটা সিঙ্গারা মুখে দিয়ে আরেকটা সিঙ্গারা হাতে নিয়ে রাখলাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে থাকলাম।

৫# জ্যামটা ছাড়ার সাথে সাথে ৫টা হর্ন দিলাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে থাকলাম।

৬# ক্রাশের ছোটভাইকে একটা ফুটবল কিনে দিলাম। জীবনযুদ্ধে একটু এগিয়ে থাকলাম।

৭# পরীক্ষার রেজাল্টের আগে নামাজ-কালাম পড়া শুরু করলাম, জীবনযুদ্ধে একটু এগিয়ে থাকলাম।

৮# নতুন কমিটি ঘোষণার আগে সম্ভাব্য পদধারী বড়ভাইদের কয়েকজনের সাথে সেলফি তুলে নিলাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে গেলাম।

৯# ডেলিভারি চার্জ বাঁচাতে নিউমার্কেট গিয়ে শপিং করলাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে গেলাম।

১০# বসের লেইম জোকে গড়াগড়ি করে হাসলাম। জীবন যুদ্ধে একটু এগিয়ে থাকলাম।

৮৮৭ পঠিত ... ১৬:৫৫, জুলাই ০২, ২০২২

Top