বর্ষাকালে যে দায়িত্বগুলো আপনি অবশ্যই পালন করবেন

৩৪০ পঠিত ... ১৭:৩৮, জুন ১৯, ২০২২

Borshakale-je-dayittogulo

চলে এসেছে বর্ষাকাল। আষাঢ়ের ঢল নামানো দিনে সময় পার করছেন ব্যস্ত শহরবাসী। ছড়িয়ে যাচ্ছে বৃষ্টি নিয়ে নানান স্ট্যাটাস, দুর্ভোগের আহাজারি। কিন্তু, বর্ষাকালে যে আপনার দায়িত্ব-কর্তব্য রয়েছে, তা কি মাথায় রেখেছেন? হ্যাঁ, আপনাদের সে দায়িত্বের কথাই মাথায় রাখতে এগিয়ে এসেছে eআরকি ‘বর্ষাকালীন দায়িত্ব কমিটি।‘ চলুন, দেখে নেই সে দায়িত্ব-কর্তব্যগুলো…

 

১# ড্রাইভিং করার সময় রাস্তায় জমে থাকা পানি দেখলেই জোরে গাড়ি চালিয়ে যাবেন। আশেপাশের পথচারী তাতে ঝরণাধারার স্বাদ পাবে।

 

২# খবরদার ছাতা কিনবেন না। এর-তার ছাতা তো রয়েছেই। ধার করেই চালিয়ে দিন পুরো মৌসুম।

 

৩# ডাব-নারকেলের খোল, খোলাপাত্র বারান্দায় রেখে দিন। বৃষ্টির পানি জমে জমে জন্মাক কিছু মশা। ওরাও তো মানুষ।

 

৪# ঘন ঘন বিদ্যুৎ চমকালে খোলা জায়গায় থাকুন। মনে রাখবেন, সাধারণ মানুষ বজ্রপাতে আক্রান্ত হতে পারে, আপনি তো অসামান্য…

 

৫# বৃষ্টি পড়লে রিকশাওয়ালা যদি ভাড়া বেশিও চায়, দেবেন না। ওদের কাজই তো রিকশা চালানো, বৃষ্টি পড়ায় বরং ঘাম কম হবে। ভাড়া কেন বেশি দেবেন?

 

৬# আপনার বাড়ির সামনে বৃষ্টির ছাট থেকে আশ্রয় নিতে পথচারি, ভিক্ষুক, কুকুর যে-ই দাঁড়াক না কেন, ভাগিয়ে দেবেন। শখের বাড়ি আপনার, ওরা দাঁড়াবে কেন? মগের মুল্লুক নাকি?

 

৭# বৃষ্টির মাঝে আবার কীসের ট্রাফিক আইন? পুরো পৃথিবী তখন হীরক রাজার দেশ। উপভোগ করুন আপনার এই অপার স্বাধীনতা।

 

৮# চিপস খেয়ে প্যাকেটটা ফেলবেন ড্রেনে। বৃষ্টিতে নালা আটকে পানি উপচে পড়লে সবাই দেখবে আপনার ভেসে যাওয়া চিপসের প্যাকেট। প্রশংসা করবে আপনার খাদ্য রূচির।

 

 

৩৪০ পঠিত ... ১৭:৩৮, জুন ১৯, ২০২২

Top