যেসব প্যারামিটার যোগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে সবার উপরে থাকতো

৮৪১ পঠিত ... ১৭:০৯, জুন ১১, ২০২২

DU-Ranking

যেসব প্যারামিটার যোগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং-এ সবার উপরে থাকতো

বিশ্বসেরা র‍্যাঙ্কিং-এ  সেরা ৫০০ এর মধ্যেও বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান বলেছেন, ‘কারা কী র‍্যাঙ্কিং করলো এটা এখন একেবারেই দেখি না।’

কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে সেরা হওয়ার যোগ্যতা। এই বিশ্ববিদ্যালয়ের এমন কিছু অর্জন আছে যেগুলো প্যারামিটার হিসেবে ধরলে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সেরার স্থান দখল করতে পারতো। চলুন দেখে আসা যাক সে বিষয়গুলো।

১# ছাত্রলীগ-ছাত্রদল মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার বছরের ঐতিহ্য ছাত্রলীগ-ছাত্রদল মারামারি। এমন একটি উৎসবকে প্যারামিটারে রাখলে শুরুতেই বিশ্ববিদ্যালয়টি সেরার র‍্যাঙ্কিং-এ অনেকটাই এগিয়ে যাবে। 

২# গণরুম

এরপর রাখতে হবে গণরুম। গণরুমের প্রতি বছরের সাফল্য দেখাতে হবে। কতজন অসুস্থ হলো, কতজনের অঙ্গহানি হলো। প্রতিটি ঘটনার জন্য বেশ ভালো রেটিং পাওয়া যাবে।

৫# ১০ টাকার চাচ-ছপ-সিঙ্গারা

ফুড সায়েন্সে ঢাবির এক অনবদ্য গবেষণা ১০ টাকায় চা ছপ সিঙ্গারা। গিনেজ রেকর্ড পাওয়া এই অর্জন প্যারামিটারে ধরলে ইয়েল, ক্যামম্বব্রিজরা উড়ে যাবে।  

৬# হলের ডাল

ঢাকা বিশ্ববিদ্যালয় যে কতটা স্বচ্ছ সেটা হলের ডাল দেখতে বোঝা যাবে। এই ডাল প্যারামিটারে যোগ করলে ঢাকা বিশ্ববি্দ্যালয়ের র‍্যাঙ্কিং-এ এক নাম্বারে থাকা পানির মত সোজা হবে।   

৭# সান্ধ্যকালীন কোর্স  

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং-এ ট্রাম্প কার্ড হতে পারে সান্ধ্যকালীন কোর্স। ছাত্রনেতাদের ছাত্রত্ব ধরে রাখার যে মানবিক সিস্টেম এই বিশ্ববিদ্যালয় চালু করেছে পৃথিবীর আর কোন বিশ্ববিদ্যালয়ের হয়তো এমনটা নেই। 

৮৪১ পঠিত ... ১৭:০৯, জুন ১১, ২০২২

Top