আরও যেসব কিছুর টানে বাংলাদেশে আসতে পারে বিদেশিরা

৭৫৬ পঠিত ... ১৮:৪৫, জুন ০৪, ২০২২

285273536_502751454976067_5820389648981273339_n

সম্প্রতি প্রেমের টানে বহু দূর দূরান্ত থেকে বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন অসংখ্য বিদেশি। চিন্তার বিষয় হলো, টান কি শুধুমাত্র প্রেমেরই হয়? প্রেম ছাড়া বাংলাদেশের কি আর বৈশ্বিকভাবে আর কিছুই দেবার নেই? এর উত্তর হলো, অবশ্যই আছে। চলুন জেনে আসা যাক, অদূর ভবিষ্যতেই যে জিনিসগুলোর টানে বাংলাদেশে পাড়ি জমাবেন বিদেশিরা...

১# বাইরের কোনো কোনো দেশে হর্ন বাজালেই গুণতে হয় বড় অঙ্কের জরিমানা। সেসব দেশের হর্ণ লাভাররা নিশ্চয়ই কারণে অকারণে হর্ণের শব্দ শুনতে না পেয়ে এবং গাড়িতে হর্ণ বাজাতে না পেরে হাঁসফাস করেন! তাদেরই কেউ কেউ গাড়ির হর্ণের টানে ছুটে আসতে পারেন বাংলাদেশে। এখানে যত ইচ্ছে তত, যখন ইচ্ছা তখন হর্ণ বাজাতে পারবেন। চাইলে ফাঁকা রাস্তায়, খোলা মাঠে বিকট আওয়াজেও হর্ণ বাজাতে পারবেন। এখানে নিষেধাজ্ঞা দেওয়ার মতো কেউ নেই।

২# বিদেশ থেকে চারিত্রিক সনদের টানে বাংলাদেশে আসতে পারেন যুবক-যুবতীরা। চালচোর চেয়ারম্যানের কাছ থেকে চারিত্রিক সনদ অর্জনের অভিজ্ঞতা হ্যালির ধূমকেতুর মতই বিরল। তাদের দেশে নিশ্চয়ই এসব সনদ টনদ পাওয়া যায় না!

৩# রাস্তায় প্রস্রাব করা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। বাংলাদেশে আসলেই থাকছে যত্রতত্র প্রস্রাব করার অবারিত সুযোগ। কষ্ট করে টয়লেটে গিয়ে কমোডে বসার অতিরিক্ত প্যারা না নেওয়ার লোভেই বাংলাদেশে পাড়ি জমাতে পারেন বিদেশিরা।

৪# ঘুষ দিয়ে কাজ আদায় করার টানে বিদেশিরা নিশ্চয়ই বাংলাদেশে আসতেই পারেন। বিদেশে নিশ্চয়ই পাসপোর্ট অফিস বা পুলিশ স্টেশনে বসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়! বাংলাদেশে কিন্তু এসব সমস্যার খুব সহজ সমাধান হাতের নাগালেই থাকে। বলা যায় না, এই টানেই কবে বিদেশিরা না দেশে আসা শুরু করেন!

৫# তেলের দাম সারা পৃথিবীতে এখন উর্ধ্বমুখী। পাশের দেশে পাকিস্তানেই ভোজ্যতেলের দাম লিটার প্রতি ৬০৫ রুপি। অথচ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশটির দিকে তাকান। এখানে কোথাও তেলের অভাব নেই। সরকারি অফিস,মাঠ-মঞ্চ, শরীরের কাপড় হয়ে জড়িয়ে আছে তেল। বিদেশীরা একবার আমাদের আধিক্য টের পেলেই দলে দলে পাড়ি জমানো শুরু করবে আমাদের দেশে। সেদিন আর খুব বেশি দূরে নয়।

৭৫৬ পঠিত ... ১৮:৪৫, জুন ০৪, ২০২২

Top