খাওয়ার সময় তারা আসলে কী ভাবে?

৩১১ পঠিত ... ১৮:১১, মে ১৯, ২০২২

Khawar-shomoy-tara-ki-vabe

খেতে খেতে মোবাইল স্ক্রলিং করা, সহজ কথায় বলতে গেলে খেতে বসে মোবাইল টেপাটেপি আমাদের নিত্যদিনের অভ্যাস। খাওয়ার মাঝে মাঝে যখন আপনি মোবাইল টেপেন, তখন আপনার অঙ্গপ্রত্যঙ্গ কী ভাবে? সেটাই দেখার চেষ্টা করেছি আমরা!

 

চোখ: কী দেখি… কী খায়… কোনো ব্যালেন্স করতে পারতেছি না। আমার ব্রেনে খুব চাপ পড়ে। কোনদিন মনে হয় চোখ দিয়ে বমি করে দিব!

 

জিহবা: সহমত ভাই! কোনো স্বাদ পাই না। মনডায় চায় ইদের পর তীব্র আন্দোলন গড়ে তুলি!

 

নাক: আর কইয়েন না! টয়লেটে গেলেও মোবাইলের ঘ্রাণ পাই। খাইতে বসলেও মোবাইলের ঘ্রাণ পাই। খাবারের কোনো ঘ্রাণ নাই।

 

দাঁত: মুরগির রান চিবাইলেও মনে হয় লাইক বাটন চাবাইতেছি!

 

পাকস্থলী: হে খোদা, মোবাইল আর ফেসবুক হজমের শক্তি দাও।

 

ডানহাত: ভাই কতক্ষণ আর হাঁ করে থাকবেন? আল্লাহর দোহাই লোকমাটা মুখে দেন।

 

ভাত: আহারে! আগে কী সুন্দর দিন কাটাইতাম। মানুষ আমাদের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে খাইতো। এখন শালা খায় আমারে, তাকায় থাকে মোবাইলের দিকে! কোনো রেসপেক্ট নাই!

 

মাছ: হ ভাই। আজকাল তো তারা ফেসবুক-ইন্সটাতে বাঙালি!

 

শাক: এখন তো আমাদের একদম কদর নাই। মাছ ঢাকতেও আমাদের লাগে না। স্মার্টফোনই যথেষ্ট।

 

মোবাইল: সব দোষ আমারে দিতেছেন। অথচ ভাবেন, আমার এক সেকেন্ডও রেস্ট নাই। সারাক্ষণ টিপাটিপির মধ্যে আছি।

৩১১ পঠিত ... ১৮:১১, মে ১৯, ২০২২

Top