ইদে বাড়ি যাবার জন্য ট্রেনের টিকিট কাটার যে নিনজা টেকনিক আপনি নাও জানতে পারেন

৪৯১ পঠিত ... ১৬:০৪, এপ্রিল ২১, ২০২২

Train-er-ticket

ইদে ট্রেনের টিকেট পাওয়া তো সোনার হরিণ পাওয়ার মত। টিকেট ছাড়ার সাথে সাথেই নাকি হুড়মুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে কেউ জানে না। এমন চ্যালেঞ্জ মোকাবেলা করে কীভাবে কীভাবে স্বপ্নের টিকিটটি কাটবেন তাই ভেবে বের করেছে eআরকির গবেষক দল…

 

১। টিকিট যেভাবে শেষ হয়ে যায়, স্বপ্নে ছাড়া এই টিকিট আপনি কাটতে পারবেন না। ইনসেপশন সিনেমার মত স্বপ্নে গিয়ে টিকিট কেটে আসুন।

 

২। রেলের টাইম মেশিনে চড়ে একটা চেষ্টা দিতে পারেন। টাইমে মেশিনে ২৭ তারিখে গিয়ে ২৪ তারিখের টিকিট কেটে চলে আসবেন। ভাবছেন, টাইম মেশিন কোথায় পাবেন? ট্রেনের টিকিট কাটার চেয়ে টাইম মেশিন ম্যানেজ করা সহজ।

 

৩। জীবনে কখনো ট্রেনে ভ্রমণ করে থাকলে পুরোনো টিকিটটি খুঁজে বের করুন। এরপর একটা কাঁচি নিন। এরপর বসে বসে টিকিট কাটুন। যত খুশি তত কাটুন।

 

৪। ইদের পরের দিনের টিকিট কাটুন। তাও না পেলে আগামি ইদের টিকিট কাটুন। টিকিট কাটা তো হলো।  

 

৫। ট্রেনের টিকেট নাকি ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যায়। বুঝতেই পারছেন, আপনাকে ব্ল্যাকার হতে হবে। এরপর সব টিকেট তো আপনার। ইদে বাড়ি যাওয়ার জন্য না হয় একটু পেশাই বদল করলেন।

৪৯১ পঠিত ... ১৬:০৪, এপ্রিল ২১, ২০২২

Top