সোশ্যাল মিডিয়ায় আপনি যেভাবে 'রোজা রেখেছেন' বোঝাবেন

১৮২২ পঠিত ... ১৭:১৪, এপ্রিল ০৩, ২০২২

Social-media-Roja

 

বছর ঘুরে আবার এলো মাহে রমজান। রমজান উপলক্ষে সব বয়সী মানুষ নিচ্ছে তোড়জোড় প্রস্তুতি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কীভাবে বোঝাবেন যে আপনি রোজা রেখেছেন? চিন্তা নেই, সেজন্য আছে eআরকি'র দুর্ধর্ষ আইডিয়াবাজ বাহিনী। 

 

১। প্রেমিক বা প্রেমিকাকে সাথে বাবি, বেবি টাইপ কথাবার্তা বলতে যাবেন না।  কোনো প্রকার লাভ, কিস ইমোজি পাঠাবেন না।

 

২। খবরদার পরীক্ষার খাতায় দেখে দেখে লিখবেন না। আর লিখে ফেললেও, যার খাতা দেখে লিখেছেন তাকে ফেসবুকে ধন্যবাদ জানাতে যাবেন না।

 

৩। সেহরির সময় অবশ্যই কল দিয়ে প্রেমিক/ প্রেমিকাকে জাগিয়ে দেবেন। সেটা ইনবক্সে না, ওয়ালে পোস্ট করে জাগাবেন।

 

৪। ভিগো, টিন্ডার, ইমো সহ যাবতীয় দুষ্টু অ্যাপ আনইন্সটল করে দেবেন এক মাসের জন্য। য়ার আন ইন্সটল যে করেছেন, সেটা ফেসবুকে ঘোষণা দিয়ে করবেন।

 

৫। বান্ধবীদের ছবিতে গিয়ে কমেন্ট করবেন, ‘মাশাল্লাহ! খুব কিউট লাগে কিন্তু হিজাব পরে ছবি দিলে আরো কিউট লাগতো!’

 

৬। ইউটিউবের হিস্ট্রি রিমুভ করে দিন। এরপর একটা ধর্মীয় আবহের গানের প্লে লিস্ট তৈরী করুন। সেটার স্ক্রিনশট নিয়ে ছেড়ে দিন ইন্সটাগ্রামে।

 

৭। প্রতিদিন অন্তত একটি ইসলামিক পোস্ট শেয়ার করবেন নিজের ওয়ালে। ক্যাপশনে 'আলহামদুলিল্লাহ' লিখতে ভুলবেন না৷ 

 

৮। ঘরে এসির নিচে শুয়ে শুয়ে ইফতার রেডি করতে মেয়েদের কত পরিশ্রম করতে হয় এসব লিখে লম্বা পোস্ট করতে পারেন।

 

১০। ‘ফার্স্ট তারাবীহ ডান’, ‘ফার্স্ট রামাদন ডান’ এসব লিখে কেউ পোস্ট লিখলে হাসাহাসি করবেন। তারপর বলবেন, ‘আহ, আমার রমজানই ভালো।‘ তারপর পোস্ট করবেন, ‘আলহামদুলিল্লাহ, ফার্স্ট রমজান ডান।‘

 

১০। প্রেমিক/ প্রেমিকাকে দিনের মধ্যভাগে বা পারলে সারাদিনই টেক্সট করে জানতে চাইবেন তার কষ্ট হচ্ছে কী না, বেশি কষ্ট হলে হালকা পানি খেয়ে নিতে পারো। এই বলে সমবেদনা জানাতে পারেন।

 

১১। ধন্যবাদ এর বদলে জাযাকাল্লাহ খাইরান বলতে ভুলবেন না। সবজায়গায় সবসময় এটা বলবেন। হাই, বাই, টাটা-কে রমজান মাসে গুডবাই বলে দিন।

১৮২২ পঠিত ... ১৭:১৪, এপ্রিল ০৩, ২০২২

Top