রমজান মাস জুড়ে বন্ধ থাকবে ঘুষের লেনদেন, ফাইল থাকলে এ সপ্তাহেই নিয়ে যাওয়ার ঘোষণা

৭২১ পঠিত ... ১৭:১৭, মার্চ ২৭, ২০২২

Ghosh-thumb

উগান্ডার সরকারি অফিসে নতুন এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুরো রমজান মাস জুড়ে সরকারি অফিসে পুরোপুরিভাবে বন্ধ থাকবে ঘুষের লেনদেন। সরকারি অফিসে যাদের গুরুত্বপূর্ণ ফাইল আটকে আছে তাদেরকে রমজান শুরু হওয়ার আগেই ফাইল নিয়ে যেতে বলা হয়েছে।

এ বিষয়ে নিখিল উগান্ডা ঘুষখোর সমিতির সভাপতি বলেন, ‘রমজান মাস সিয়াম সাধনার মাস। নেকি কামানোর মাস। এই মাসে আমরা কোন ধরণের অবৈধ কাজ করতে চাই না। হুদাই কয়টা টাকার জন্য নেকি নষ্ট করার কোন মানে হয় না। সেজন্য এমন সিদ্ধান্ত। তাছাড়া ঘুষ দেয়াও তো অপরাধ। রমজান মাসে আমাদের গ্রাহকরা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ুক তা তো আমরা চাইতে পারি না।’

সমিতির সভাপতি বলেন, ‘ঘুষ খাওয়া নাকি হারাম। আর শুকর খাওয়াও নাকি হারাম। সারাদিন রোজা রেখে শুকর খাচ্ছি জিনিসটা ভাবতেই কেমন নাউজুবিল্লাহ ফিলিং হচ্ছে। তওবা তওবা তওবা।’ 

কবে নাগাদ ঘুষ নেওয়া বন্ধ হতে পারে? আমাদের এমন প্রশ্নে সমিতির সভাপতি বলেন, ‘জিনিসটা চাঁদ দেখার উপর নির্ভর করছে। রমজান মাসের চাঁদ যে দিন দেখা যাবে তার পরেরদিন থেকে বন্ধ। তবে বিশেষ বিবেচনায় প্রথম রোজার সেহেরি পর্যন্ত কাজ করা যেতে পারে।’ 

যদিও এমন সিদ্ধান্তে কিছু কিছু ঘুষখোর কর্মকর্তা বেশ হতাশ। সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘রমজান মাসকে অবশ্যই সম্মান জানাতে হবে। কিন্তু সারাদিন ঘুষ বন্ধ রাখার কোন মানে হয় না। অন্তত ইফতারের পরে বিশেষ বিবেচনা রাখা উচিত। কিছু টাকা হলে ফকির মিসকিনকে রমজান মাসে কিছু ভালোমন্দ খাওয়ানো যায়। তাছাড়া ইদে যাকাতে শাড়ি-লুঙ্গিরও ব্যাপার আছে।’  

 

৭২১ পঠিত ... ১৭:১৭, মার্চ ২৭, ২০২২

Top