ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে ফ্যাক্টগুলো আপনি নাও জানতে পারেন

৭৬৬ পঠিত ... ১৮:১৯, ফেব্রুয়ারি ০৭, ২০২২
du-fact
দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে শত শত অর্জন। শত শত অর্জন ছাড়াও আছে কিছু অসাধারণ ফ্যাক্ট। যেই ফ্যাক্টগুলো অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানেন না। 
 
১# আগে পরে মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে, তার চেয়ে তিন গুণ বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রোফাইল আছে ফেসবুকে।
 
২# বাংলাদেশের টিউশনির বাজারে অভিভাবকদের তৃতীয় পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম ও দ্বিতীয় পছন্দ যথাক্রমে বুয়েট ও ডিএমসি।
 
৩# ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বিল্ডিং নামে একটা ভবন আছে যেটি লাঞ্চের আগ পর্যন্ত মাটির নিচে থাকে। লাঞ্চের পর উপরে উঠে আসে।
 
৪# ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠন আছে। নুরুল হক নুর নামে যাদের একটি ব্যক্তিগত ঢোল আছে।
 
৫# এই বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে কেউ এই বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করলে মুহূর্তেই তার জিহ্বা খসে যায়।
 
৬# এই বিশ্ববিদ্যালয়েই রয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ১০ টাকার প্যাকেজ। চা-সিঙ্গারা-ছপ মিলিয়ে এই প্যাকেজ অল্পের জন্য গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়নি।
 
৭# উচ্চ মাধ্যমিকের পর বাংলাদেশের সবাই এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কিন্তু সাবজেক্ট ভালো না থাকায় কেউই এখানে ভর্তি হয় না।
 
৮# বিশ্বের মধ্যে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের বাসই উলটা পথে চলার ক্ষমতা রাখে।
 
৯# বাংলাদেশের সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার জন্ম নেয় এই বিশ্ববিদ্যালয় থেকেই।
 
১০# এটি দেশের একমাত্র প্রেমের ভেন্যু, প্রেমিক-প্রেমিকা যেখানকারই হোক, প্রেম করার জন্য এখানেই আসে।
৭৬৬ পঠিত ... ১৮:১৯, ফেব্রুয়ারি ০৭, ২০২২

Top