ভিসি ফরিদ উদ্দিনকে আরও যেসব কাজে লাগানো যায়

৪৮২ পঠিত ... ১৬:২৯, জানুয়ারি ২২, ২০২২

forid-onno-kaj

এই ভিসি অনড়। কোনো তার নড়ন-চড়ন নেই। এই অনন্য গুণে জাতি স্তম্ভিত হয়ে গেলেও, আমরা কিন্তু খুঁজে বের করে ফেলেছি এর কিছু ভালো দিক। শুধুমাত্র জায়গায় স্থির হয়ে বসে থাকার গুণের জন্য ভিসিকে আমরা আরো যেসব জায়গায় ব্যবহার করতে পারি, চলুন দেখে আসি সেগুলোরই একটি তালিকা—

 

১.ভাস্কর্য হিসাবে তাকে দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা যায়। ইনশাআল্লাহ নড়বেন না।

২. মাথায় আপেল রেখে গুলি দিয়ে এইম প্র্যাক্টিস করা যাবে। নড়াচড়া না করার কারণে এই কাজেও তিনি সফল হবেন।

৩. ট্রাফিক পুলিশ হিসেবে তাকে দাঁড় করালে নিঃসন্দেহে রাস্তাঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিমাণ কমে যাবে। তিনি এখনকার পুলিশের মতো কিছুক্ষণ পরপর ভ্যানিশ হয়ে যাবেন না, শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন।     

৪. বাসার দারোয়ান হিসেবে তার জুড়ি মিলবে না।  দারোয়ানদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ আসে তাদের নাকি ঠিকমতো গেটেই পাওয়া যায় না! ভিসিকে বসিয়েই দেখুন না, গেটই হবে ভিসির কাছে পুরো পৃথিবী।

৫. ক্ষেতে কাকতাড়ুয়া হিসেবে ভিসিকে দাঁড় করিয়ে রাখলে একটি যুগান্তকারী  কৃষি বিপ্লব ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যায় দুষ্ট ছেলেমেয়ের দল ক'দিনের ভেতরই কাকতাড়ুয়াগুলো নষ্ট করে ফেলে। এক্ষেত্রে আমাদের প্রিয় ভিসি যেহেতু জীবিত, সেহেতু তাকেই কৃষকেরা কাকতাড়ুয়া হিসেবে ব্যবহার করতে পারেন।

৬. অনেক শিল্পীই মডেল/ন্যুড মডেলদের বিরুদ্ধে ছবি আঁকার সময় খুব নড়াচড়ার অভিযোগ আনেন। অনেক মডেল নাকি দীর্ঘক্ষণ পোজ দিয়ে থাকতে গিয়ে বিরক্ত হয়ে উঠেও চলে যান। এক্ষেত্রে কিন্তু আমাদের ভিসি একটি অপশন হতে পারে!

৭. শীতের দিনে কম্বল হিসেবে ভিসিকে ব্যবহার করা যেতে পারে। মাঝরাতে তিনি নিশ্চয়ই সরে যাবেন না!

৮. নতুন বউরা মেহেদী হিসেবে লাগাতে পারেন ভিসি ফরিদকে। ক'দিন পর উঠে যাবার কোনো সুযোগ নেই।

৯.আর্টিফিশিয়াল গাছ হিসেবে সাজানোতে আমরা তাকে ব্যবহার করতে পারি। তিনি অবশ্যই নড়াচড়া করবেন না। অক্সিজেন দিতে না পারলেও অন্তত সৌন্দর্যবর্ধনে উপকারী হতে পারবেন।  

১০. সমুদ্রতীরে চোরাবালির বদলে ভিসি ফরিদ এবং তার অসংখ্য ক্লোনদের স্থাপন করা যেতে পারে। চোরাবালির খপ্পরে পড়ে প্রতিবছরই সাগরে কেউ না কেউ মারা যায়। চিন্তা করুন, চোরাবালির জায়গায় ভিসি ফরিদ থাকলে কখনোই তিনি স্থান পরিবর্তন করবেন না এবং মানুষও মরবে না!

৪৮২ পঠিত ... ১৬:২৯, জানুয়ারি ২২, ২০২২

Top