পারিবারিক অনুষ্ঠানে যেসব কথা না শুনলে আপনি বাঙালীই না

৭৯২ পঠিত ... ১৬:১৫, জানুয়ারি ১৩, ২০২২

paribarik-onushthan

বাঙালীর অনুষ্ঠান প্রীতি প্রবল। আর সেই অনুষ্ঠানে জিভ চালানোর অভ্যাসও প্রবল। কেমন সেই জিভের ধারা? সেগুলোই চিন্তা করে eআরকির পাঠকদের জন্য তুলে এনেছেন শারমিন শান্ত। চলুন শুনে আসা যাক সেইসব কথা…

 

- আমারে কেন সাত দিন আগে জানাইলো না!

- আমারে বলার সময় মুখটা হাসি হাসি করে নাই, না পারতে বলছে মনে হয়।

- আমাদের সামনে এসে বলল না ক্যান, মোবাইল দিয়ে কোন দাওয়াত হয়! অমুকরে তো ঠিকই গিয়ে দাওয়াত দিয়ে আসছে।

- দাওয়াতে ঢোকার সময় উনারা আমারে ঠিকমতো অভ্যর্থনা করে নাই।

- আমারে ঠিকমত খাইতে দেয় নাই, যত্ন করে নাই।

- পাতের মুরগীর টুকরা দেইখা মনে হইলো রাস্তা থেকে কুড়াইয়া নিয়া আসছে।

- খাসি করে নাই ক্যান! জানে না আমার লো প্রেশার!  

- ডায়াবেটিসের রোগীরে কেউ এরকম মিষ্টি দেয়! ডায়াবেটিক দই রাখলেই পারতো!

- আমার সাথে ঠিকমত ছবিটাও তুললো না, সবসময় অন্যদের নিয়েই ব্যস্ত থাকলো, যা ওগোরে নিয়েই থাক।

৭৯২ পঠিত ... ১৬:১৫, জানুয়ারি ১৩, ২০২২

Top