শিশুরা কীভাবে সিদ্ধান্তে পৌঁছায়

৬২২ পঠিত ... ২০:৩০, ডিসেম্বর ০১, ২০২১

শিশুরা কীভাবে সিদ্ধান্তে পৌঁছায়, এ নিয়ে গবেষণার অন্ত নেই। কিন্তু সবাই গবেষণা করলে কী আর চলে বলেন? বিশেষ করে যেখানে প্রস্তুত রয়েছে eআরকির দুর্ধর্ষ গবেষক দল? তো হয়ে যাক কিছু গবেষণা?

shishu-shiddhanto- (1)

১। বাবা আমাকে কোলে নিয়েছে, নাড়িয়ে চাড়িয়ে এখন ঠিক তার মুখ বরাবর ৪৫ ডিগ্রী কোণে ধরেছে! ইয়েস! একদম পারফেক্ট টাইম পি করার জন্য! মুহাহাহাহ!

২। বাবা আমাকে ভালোই ফর্মুলা খাওয়াচ্ছে, মজাও পাচ্ছি। কিন্তু লোকটা কি আমার মুখে ফর্মুলা বোতল ধরে রেখে খেলা দেখছে? মায়ের গলা শোনা যাচ্ছে। ইয়েস! এইটাই পারফেক্ট টাইম, গলা ছেড়ে মনের সুখে কাঁদো…

৩। রাত ২ টা। বাবা-মা আমাকে ঘুম পাড়িয়ে একটু রোমান্টিক হতে যাচ্ছে? মানে দুনিয়াতে আমার শত্রু এসে যাবে দ্রুতই? আর তো শুয়ে থাকা যায় না! ইয়েস! প্রতিবাদ এখনই করতে হবে।

৪। বাবাকে বাবা ডাকায় বাবা বেশ বাবা বাবা ফিল নিচ্ছে। লোকজনও ডেকে আনছে তা শোনানোর জন্য। হাবাইত্তা কোথাকার! আমাকে চিড়িয়া বানাতে চায়! এইটাই পারফেক্ট টাইম মুখে কুলুপ এঁটে ভাব নিয়ে বসে থাকার! আমাকে চিড়িয়া বানাবে? আমাকে?

৫। নাহ, ডায়াপারে কাজ সেরে মজা পাচ্ছি না। চাপও দিয়েছে ভালোই। কিন্তু এবার একটু মুক্তভাবে সারা দরকার, একটু হাওয়া বাতাস লাগিয়ে। মা যে কখন ডায়াপারটা খুলতে আসবে, ততক্ষণ পর্যন্ত কষ্ট করে চেপে রাখি।

৬। মানুষ এত দুধ খেতে পারে? আমি কি বিড়াল? খাওয়ানোর পর আবার বিশ্রাম নেয়ার সুযোগ না দিয়ে অনুষ্ঠানে নিয়ে আসছে। ভাবছিলাম, বমি আর করবো না! কিন্তু এদেরকে উচিত শিক্ষা না দিলে মানুষ করা যাবে না। অনুষ্ঠানের মধ্যেই কামটা সারতে হবে।

৭। মা আমাকে ভুলিয়ে ভালিয়ে শুইয়ে দিয়ে রান্না করতে গেছে? ভাবছে আমি বুঝি না! আমার চেয়ে তার কাছে রান্না গুরুত্বপূর্ণ হয়ে গেলো? এরা এত খাই খাই করে! গলা ফাঁটিয়ে এবার রক গান ধরতেই হবে।

৮। ড্রেসিং টেবিলটা এত গোছানো ক্যান? এরা কি ব্যচেলর লাইফ থেকে কিচ্ছু শেখেনি! যাই ড্রেসিং টেবিল থেকে সব নিচে নামিয়ে বাসার ফ্লোরটাকে একটু সাজাই, নিজেও একটু সাজি। এরপর কিচেনের দিকে যাবো।

৯। আমার বাবাটা কী একটা! বুদ্ধিসুদ্ধি নাই! সাদা পাঞ্জাবি পরে কেউ দাওয়াত খাইতে বসে? তাও আমাকে কোলে নিয়ে! যাই মাংসের ঝোলটা নিয়ে একটু ঝোলকেলি খেলি। তাও যদি এদের বুদ্ধিসুদ্ধি হয়!

১০। আমার সাথে ইয়ার্কি? আমার দিকে নজর না দিয়ে ইয়ার্কির কন্টেন্ট পড়ে সারাদিন? ফোনটাকে একটা হেব্বি আছাড় দিয়ে এদের ইয়ার্কি ছুটাতে হবে! দেখি এরপর কীভাবে আমার সাথে ইয়ার্কি মারায়।

৬২২ পঠিত ... ২০:৩০, ডিসেম্বর ০১, ২০২১

Top