আজকে গাড়ি নিয়ে বের হবার আগে যা যা অবশ্যই চেক করে নেবেন

১১০১ পঠিত ... ১৪:৩১, নভেম্বর ২৫, ২০২১

chelemeye-rastay-gari-check- (1)

স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমেছে, যদি অতীত ইতিহাস মনে রাখেন তাহলে জানেন যে আজ ঢাকায় গাড়ি নিয়ে বের হওয়ার নিয়ম একটু ভিন্ন। গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই এইসব মেনে চলবেন…

১. সাথে অবশ্যই লাইসেন্সসহ গাড়ির সকল কাগজপত্র নিয়ে বের হবেন। সাথে ঘুষের টাকা না নিলেও হবে। কারণ আপনার লাইসেন্স পোলাপাইন চেক করতে পারে। ঘুষ দিতে গেলে ভরা মাঠে অপমানিতও হতে পারেন।

 ২. আপনি যদি মন্ত্রী হন তাহলে আজকে বের না হওয়াই ভালো। বের হলেও ভিআইপি এলাকা ছাড়া অন্য কোথাও না যাওয়াই ভালো। গেলেও ছদ্মবেশে যাওয়া সবচে ভালো। নইলে পোলাপাইন গাড়িতে মন্ত্রী দেখলে নামিয়ে দিতে পারে (বেয়াদবি নিবেন না)।

৩. লাইসেন্স নবায়ন করা আছে কিনা দেখে রাখবেন। রাস্তার ট্রাফিক হয়তো আপনার লাইসেন্সের ডেট দেখবে না কিন্তু ছাত্ররা দেখবে৷

৪. আপনি মন্ত্রী হলেও আজ ভুলেও রং রুটে গাড়ি চালাবেন না৷ নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের কথা মনে থাকলে আপনি নিশ্চয়ই জানেন কী হতে পারে!

৫. সিট বেল্ট বাঁধতে ভুল করবেন না মোটেও। অন্তত মতিঝিল ঢোকার আগে বেঁধে নিন৷ ছাত্ররা ওইদিকেই আছে। তবে অন্যান্য দিকেও ছাত্ররা আছে কিনা খবর নেবেন।  

৬. শুধু গাড়ির লাইসেন্স না, ড্রাইভিং লাইসেন্সও ঠিকঠাক চেক করুন৷ মন্ত্রী হলে আরো ভালো করে চেক করুন। সাবধানের মাইর নাই৷ নতুবা ছাত্রছাত্রীরা আপনার গাড়ির পেছনে 'মন্ত্রীর লাইসেন্স নাই' লিখে দিতে পারে৷   

৭. মন্ত্রনালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ওয়াসা, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান— নাম্বার প্লেটের স্থলে এইসব আজ অন্তত চলবে না৷ সাবধান৷

৮. পুলিশ ভাইয়েরা আজ অন্তত হেলমেট ছাড়া রাস্তায় নামবেন না। সাধারণ মানুষও না৷ আপনি যত বড় পুলিশই হোন, হেলমেট ছাড়া রাস্তায় নামলে আজ ছাত্ররা কোথাকার কোন হেলমেট পরিয়ে দেয় বলা যায় না।

১১০১ পঠিত ... ১৪:৩১, নভেম্বর ২৫, ২০২১

Top