বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে লেগস্পিনার বোলিং করলে যেসকল সমস্যা হতে পারে

৬৩০ পঠিত ... ১৩:১৯, নভেম্বর ২০, ২০২১

left-bats-leg-spin

বাংলাদেশ দলে একটা অলিখিত নিয়ম আছে৷ বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকলে লেগস্পিনারকে আক্রমণে আনা যাবে না৷ কেন এমন নিয়ম? কী আছে এর গভীরে? কী এমন ক্ষতি হবে পৃথিবীর? সেসবই খুঁজে বের করার চেষ্টা করেছে eআরকির আইডিয়াবাজরা৷    

১# পৃথিবী উল্টিয়ে যেতে পারে৷ এরপর দেখা যাবে আমরা সবাই ধুম করে উলটা পৃথিবীতে উলটা হয়ে হাঁটা শুরু করছি৷ হাত নিচে পা উপরে৷  

২# দুই বাঁহাতি ব্যাটার, একজন লেগস্পিনার—ত্রিমুখী এই সংঘর্ষে লেগে যেতে তৃতীয় বিশ্বযুদ্ধ৷

৩# পৃথিবীতে ফিরে আসতে পারে ডাইনোসর। মানুষের সাথে লেগে যেতে পারে যুদ্ধ৷ পরাজিত হয়ে বিলুপ্ত হয়ে যেতে পারে মানবজাতি৷ একজন ক্যাপ্টেন হিসেবে লেগস্পিনারকে বল দিয়ে এমন বিপদ ডেকে না আনাই উত্তম৷

৪# বাঁহাতি ব্যাটারের ব্যাটের সাথে লেগস্পিনারের বলের সংঘর্ষে আবারো সংঘটিত হতে পারে বিগব্যাং এর মতো বড় কোন বিস্ফোরণ।    

৫# লেগস্পিনার ও বাঁহাতি ব্যাটারের সংঘর্ষে কক্ষচ্যুত হতে পারে আমাদের পৃথিবী৷ সৌরজগতে একটা বিশৃঙখলা দেখা দেবে। যে বিশৃংখলা আমাদের গ্যালাক্সি ছাড়িয়ে ছড়িয়ে পড়বে পুরো ইউনিভার্সে৷ কী একটা ম্যাসাকার হবে বুঝতে পারছেন?

৬# জম্বি টাইপ মুভিতে আমরা যেমন দেখি, আক্রান্তের স্পর্শে ভালো মানুষও জম্বিতে পরিণত হয়, বাঁহাতি ব্যাটার ও লেগস্পিনারের মধ্যে সম্পর্কটাও ঠিক এমন৷ বিজ্ঞানী আহমদউল্লাহর গবেষণায় দেখা গেছে, এই ধরনের সংঘর্ষে চারদিকে জম্বি ভাইরাস ছড়িতে পড়ে। এরপর যেই এই ভাইরাসের সংস্পর্শে আসে সেই জম্বিতে পরিণত হয়৷

৭# ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যেতে পারে৷ যদি ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যায়, খেলাও দ্রুত শেষ হয়ে যাবে, শেষ ওভার পর্যন্ত খেলা গড়াবে না, দর্শক মজা পাবে না, চ্যানেলওয়ালাদের লস হবে৷ এত সমস্যার মুখোমুখী না হয়ে লেগ স্পিনারদের বোলিং না দেয়াই ভালো।

৮# আইসিসির সম্ভবত কোন হিডেন আইন আছে৷ বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে লেগস্পিনার আনলেই ক্যাপ্টেনের ১৪ বছরের কারাদণ্ড৷ (শুধু বাংলাদেশের ক্যাপ্টেনের ক্ষেত্রে)

 

৬৩০ পঠিত ... ১৩:১৯, নভেম্বর ২০, ২০২১

Top