শীতকালে আরো যেসব জিনিস ছোট হয়ে যায়...

৮৪৭৬ পঠিত ... ১৩:০৯, নভেম্বর ০৪, ২০২১
শীতকাল এক অদ্ভূত কাল। বিভিন্ন কারণে এই সময়ে আমাদের পরিচিত অনেক জিনিসই স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যায়৷ চলুন জেনে নেয়া যাক, এমন ৫ টি গুরুত্বপূর্ণ জিনিসের কথা৷
sheetkal-choto
 
১# দিন
বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে দিনের দৈর্ঘ্য ছোট থাকে। বিষুব রেখা, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ বিষয়ক কিছু বৈজ্ঞানিক কারণে এমনটা হয়৷
 
২# পুকুর, নদী, খাল
আপনি যদি গ্রামের দিকে থাকেন তবে এই বিষয়টি নিশ্চয়ই আপনি খেয়াল করে থাকবেন৷ শীতকালে পুকুর, নদী, খালের পানি শুকিয়ে যায়৷ ফলে বছরের অন্যান্য সময়ের তুলনায় এগুলো শীতে ছোট থাকে৷
 
৩# আগের বছরের শীতের জামা, কম্বল
আপনি বড় হোন বা না হোন৷ আগের বছরের শীতের জামা কোন এক অদ্ভূত কারণে নতুন বছরের শীতে ছোট হয়ে যায়। রাতে শুতে গেলে টানাটানির কারণে কম্বলকে স্বাভাবিকের তুলনায় ছোট মনে হবে৷
 
৪# মানুষের দৈর্ঘ্য
বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে মানুষ একটি কুঁজো হয়ে থাকে৷ শীত থেকে বাঁচার কারণে জড়োসড়ো হয়ে থাকায় মানুষকে অন্যান্য সময়ে তুলনায় ছোট দেখায়৷ শীতকালীন শুষ্কতা জনিত কারণে ঠোঁটও স্বাভাবিকের তুলনায় ছোট হয়৷
 
৫# হ্যাঁ৷ আপনি এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহের যেটার জন্য অপেক্ষা করছেন ওটাই৷
 
৮৪৭৬ পঠিত ... ১৩:০৯, নভেম্বর ০৪, ২০২১

Top