চীনের রকেট যদি বাংলাদেশে পড়লে যে ৮টি ঘটনা ঘটতে পারতো

৩১২৭ পঠিত ... ১৭:০২, মে ০৯, ২০২১
চীনের একটি রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অনিয়ন্ত্রিত অবস্থায় পৃথিবির বায়ুমন্ডলে ঘুরতে থাকা এই রকেটের একটা বড় অংশ আজ ৯ মে ভারত মহাসাগরে পড়ায় পৃথিবীবাসীকে তেমন কোন ক্ষয়ক্ষতি দেখতে হয়নি। কিন্তু রকেটের অংশটি যদি ভারত মহাসাগরে না পড়ে রঙ্গভরা এই বঙ্গদেশে পড়তো, তাহলে কী কী রঙ্গ দেখতে হতো আমাদের? তাই ভেবে দেখার চেষ্টা করেছে eআরকির গবেষক দল। 
 
china-rocket-bd
 
১# ব্রাহ্মণবাড়িয়াতে পড়তে তারা ট্যাঁট্যা বল্লম নিয়ে দলেবলে চীন আক্রমণ করে বসতো।
 
২# ধোলাইখালের আশেপাশে পড়লে সেখানকার ইঞ্জিনিয়াররা ওই ভাঙ্গা রকেট দিয়েই আস্ত রকেট বানিয়ে চীনের কাছে মেড ইন চায়না বলে বিক্রি করতো৷
 
৩# রকেট যেখানে পড়তো সেখানে ১ মাস ব্যাপি রকেটমেলা বসতো৷ সেই মেলায় পর্যায়ক্রমে পুতুল নাচ(!), যাত্রাপালা, সার্কাস ও জুয়ার আসর বসে যেত।
 
৪# ছাতা ও হেলমেট কেনার জন্য এই রকেট বানাতে যে টাকা লেগেছে তার চেয়ে বেশি টাকা সরকারি হিসাবে ঢুকতো।
 
৫# এই রকেট কীভাবে সরাবে? দেশের কোন ক্ষতি হবে না তো ইত্যাদি সম্পর্কে উচ্চতর প্রশিক্ষণের জন্য ৩০০ জন সরকারি কর্মকর্তার একটি দল নাসা ভ্রমণে যেত।
 
৬# এই রকেট দেখার জন্য ট্রাভেল গ্রুপগুলো ২ দিন ৩ রাতের স্পেশাল ট্রিপের অ্যারেঞ্জমেন্ট করতো। ওখানে আবার কাপলদের জন্য থাকতো ২০% ছাড়।
 
৭# রকেটের লোহা কে বিক্রি করবে? তা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ, যুবলীগের দুই গ্রুপ, কৃষকলীগের ১ গ্রুপ ও স্বেচ্ছাসেবকলীগের ১ গ্রুপ মিলিয়ে একটা ষষ্ঠমুখি সংঘর্ষ হয়ে যেত।
 
৮# ভাঙ্গা রকেটের ওখানে শুটিং করে হিরো আলম চায়না ভাষায় একটা গান গেয়ে ফেলতো।
 
 
৩১২৭ পঠিত ... ১৭:০২, মে ০৯, ২০২১

Top