ভ্যাকসিন নিতে যে ধরনের সাজসজ্জা করবেন: ১০টি ভ্যাকসিন ফ্যাশন টিপস

২০৭৭ পঠিত ... ১৫:৫৯, ফেব্রুয়ারি ০৮, ২০২১

শুধু করোনাভাইরাস থেকে মুক্তি পেতেই যে ভ্যাকসিন নেয়া, এমনটি তো নয়। বিয়ে কিংবা জন্মদিনের মতই আলাদা কিছু গুরুত্ব বহন করে ভ্যাকসিন নেয়ার দিনটি। শত শত ক্যামেরা, চারপাশের শতশত মানুষ-সবার নজর থাকবে আপনার দিকে। এই দিনটি আপনাকে, আপনার ব্যক্তিত্বকে, আপনার ফ্যাশন সচেতনতাকে মেলে ধরবে। সেজন্য ভ্যাকসিন নেয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে ফ্যাশনের দিকটাও। তাছাড়া ভ্যাকসিন নেয়ার মুহূর্তটির ছবি ছড়িয়ে পড়তে পারে সোশ্যাল মিডিয়ায়, নজর কাড়তে পারে হাজারও ভ্যাকসিন প্রত্যাশীর। তাই ভ্যাকসিন নিলে করোনা হোক না হোক, ভ্যাকসিন ফ্যাশনে ছাড় দেয়ার প্রশ্নই আসে না...

vaccine fashior tips

১# ভ্যাকসিন নেওয়ার সময় নজর কাড়বে স্যান্ডো গেঞ্জি। স্যান্ডো গেঞ্জিতেই হতে পারে ব্যক্তিত্বের প্রকাশ। স্যান্ডো গেঞ্জি বাছাইয়ে পছন্দের কালার ও ডিজাইনকে গুরুত্ব দিতে পারেন। ফ্যাশন হাউজ ভ্যাচম্যানের করোনা প্রিন্টেড গেঞ্জিগুলো আপনাকে করে তুলতে পারে দারুণ ট্রেন্ডি।

২# ভ্যাকসিন নেয়ার কিছুদিন আগে থেকে নিয়মিত পুশআপ বা মাসল সমৃদ্ধ করার ব্যায়ামগুলো করতে পারেন। ভ্যাকসিন নেয়ার সময় একটা সুঠাম, মাংসল মাসল আপনার স্বাস্থ্য সচেতন দিকটাও ফুঁটিয়ে তুলবে।

৩# রিস্টওয়াচের মত বাহুতেও নানা ডিজাইনের ঘড়ি ব্যবহার করতে পারেন। ভ্রোলেক্স, ভাইটানের ঘড়িগুলো আপনার বাহু ও আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয়। টাইম জোনে ১৫ হাজার থেকে ৪০ হাজারে এই ধরনের ঘড়ি পাবেন। একটু সস্তায় কিনতে চাইলে গুলিস্তান কিংবা নিউমার্কেট থেকে নিতে পারেন। দাম পড়বে ১০০-১৫০ টাকা।

৪# ব্যক্তিত্বের শৈল্পিক দিকটা তুলে ধরতে বাহুতে ট্যাটু করে নিতে পারেন। প্রিয় ফুটবল ক্লাব, প্রিয় ফুটবলারের পাশাপাশি প্রিয় নেতা কিংবা প্রিয় রাজনৈতিক দলের লোগোও আঁকতে পারেন বাহুতে। মেহেদি যারা পছন্দ করে তারা বাহুতে মেহেদিও লাগিয়ে নিতে পারেন চাইলে।

৫# ঝামেলা এড়াতে অবশ্যই পরুন স্লিভলেস জামা। বাজারে বাহুর অংশ কাটা জামাও পাওয়া যায়। এটা আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয় ও ঝামেলামুক্ত।

৬# গলার দিকে ডিজাইন করা গহনার পরিবর্তে কাঁধের দিকে প্রশস্ত ডিজাইনের গহনা বাছাই করুন। ঐতিহ্যের সাথে মিশিয়ে ভিনটেজ ডিজাইনের গহনা পছন্দ করতে পারেন। এতে কাঁধ সহজেই নজর কাড়বে।

৭# বোতামওয়ালা জামার চেয়ে জিপারওয়ালা জামাকে বেশি প্রাধান্য দিন। খুলতে সুবিধা। সময়ও লাগবে কম।

৮# ভ্যাকসিন পুশ করার সময় হালকা ব্যথায় এক হাত চলে যেতে পারে কপালে। সেজন্য হাতের আঙ্গুলে পরতে পারেন সিমসাম ডিজাইনের রিং কিংবা ব্রেসলেট। ফুটে উঠবে আপনার রুচিশীলতা। অনামিকার ডায়মন্ড রিং হয়তো আপনার ব্যাপারে অন্যদের সাবধানী বার্তাও দিতে পারে।

৯# কানে রিং পরুন অবশ্যই। ভ্যাকসিন নেয়ার ছবি তোলার সময় কানের রিং যেন সবার নজর কাড়ে, সেদিকে খেয়াল রাখবেন।

১০# ভ্যাকসিন নেয়ার মুহুর্তটিকে আরও ফ্যাশনেবল করে তুলতে চোখে সানগ্লাস রাখতে পারেন। এতে ইনজেকশন নেয়ার সময়য় চোখেমুখে ভয় ফুটে উঠবে না, বরং মনে হবে হাসিমুখে সোয়্যাগ মুডেই ভ্যাকসিন নিচ্ছেন।

২০৭৭ পঠিত ... ১৫:৫৯, ফেব্রুয়ারি ০৮, ২০২১

Top