যে ১০টি কারণে ফেব্রুয়ারি মাসকে এবার অন্যরকম লাগছে

৭৩৯ পঠিত ... ১৭:২৭, ফেব্রুয়ারি ০৪, ২০২১

february

১# বাণিজ্য মেলা নেই। তাই ‘অনিবার্য কারণে’ বাণিজ্য মেলার বাড়ানোর কোনো ব্যাপার নেই। কাজেই শেষ মুহূর্তে বিশেষ ছাড়ে কেউ ৮০০ টাকার ব্লেজার কিনতে পারছে না।

২# ফেসবুক সারাদিন স্ক্রল করেও ‘আমি অমুক স্টলে ১টা পর্যন্ত আছি, অটোগ্রাফ পেতে চাইলে চলে আসুন’ জাতীয় পোস্ট দেখা যাচ্ছে না।

৩# বন্ধ স্কুল-কলেজ। তাই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের ক্রীড়া প্রতিযোগিতাও বন্ধ। অ্যাথলেট বন্ধু-বান্ধবদের হাঁক-ডাকও তাই আর শোনা যাচ্ছে না।

৪# বাণিজ্য মেলাহীন বিজয় স্মরনীর রাস্তা এখন খাঁ খাঁ। নেই ধূলাবালির প্রকোপ।

৫# ভ্যালেন্টাইনস ডে-তে কী কী করা যায়- এই চিন্তা পরে। প্রেমিক প্রেমিকারা কোন অযুহাতে বাড়ি থেকে বের হবে সেটাই বের করতে পারছে না।

৬# ‘ফেব্রুয়ারির ৪ তারিখ মাত্র, এখনই সাদাত হোসাইনের নতুন বইয়ের পঞ্চম মুদ্রণ কীভাবে বাজারে আসে’– ফেসবুকে এই জাতীয় আলাপও একেবারেই দেখা যাচ্ছে না।

৭# এসএসসি পরীক্ষা হবার কোনো খবর নেই। তাই পত্রিকার ফটো সাংবাদিকগণ মেয়ে পরীক্ষার্থীদের ছবি তোলার সুযোগ না পেয়ে মুষড়ে পড়েছে।

৮# গত বছরের সেনসেশন রায়হান ভাই, অপু ভাইদের কোনো বই আসার খবর পাওয়া যাচ্ছে না।

৯# মাসের শুরু থেকেই ফুলের রাউটার সহকারে মেয়েরা প্রোফাইল পিকচার দিচ্ছেই না।

১০# বাণিজ্য মেলায় মায়েরা বস্তাভর্তি প্লাস্টিকের বাটি কিনতে পারেননি দেখে ফ্রিজে পুরাতন মশলার বাটিই দেখা যাচ্ছে।

৭৩৯ পঠিত ... ১৭:২৭, ফেব্রুয়ারি ০৪, ২০২১

Top