বাঁশের দুপাশে সারিবদ্ধ বাইকাররা এখানে কী করছেন? জেনে নিন সম্ভাব্য ১০টি ব্যাখ্যা

১২১২ পঠিত ... ১৫:৩৮, জানুয়ারি ২৪, ২০২১

উপরের ছবিটি দেখুন। কী হচ্ছে এখানে? এরা কারা? তারা এখানে সারিবদ্ধভাবে কী করছেন? আকাশে বাতাসে কোথাও কোনো ব্যাখ্যা না পেয়ে সম্ভাব্য কারণ ভাবতে বসেছিলাম আমরাই। পাঠকরাও দেখুন কিছু ভাবতে পারেন কিনা...

১# ট্রেন কোনদিক থেকে আসবে, মূলত এখানে দাঁড়িয়ে (নাকি বাইকে বসে?) সেটাই দেখছে দুই দল।

২# রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে সবাই। চিকন লাল-সাদা কালারের বাঁশটিই রেল লাইন।

৩# এটা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া। সংঘর্ষ খেলার জন্য দুদল অপেক্ষা করছে। হুইসেল দিলেই খেলা শুরু হবে।

৪# বাংলাদেশে রয়্যাল এনফিল্ড আসতেছে। এটা সম্ভবত রয়্যাল এনফিল্ডেরই প্রদর্শনী। মডেলগুলো একদম সাদামাটা। সাধারণ মানুষও যেন কিনতে আগ্রহী হয়, এজন্যই এমন আয়োজন।

৫# এটি আমেরিকা-মেক্সিকো বর্ডার। ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর সবাই বর্ডার ক্রস করার জন্য অপেক্ষা করছে।

৬# একদল বিয়ের দাওয়াত পাইছে, একদল পায় নাই।

৭# এরা হিরো আলম আর্মি। আলম স্যার অসম্ভবকে সম্ভব করে এই বাঁশের উপর দিয়ে দৌঁড়ে যাবে। তারই অপেক্ষা করছে সবাই।

৮# এরা ঢাকার জ্যাম লাভার সোসাইটি। লকডাউনে জ্যামকে খুব মিস করছিলো। তাই জ্যাম তৈরি করে উদাস হয়ে বসে আছে।

৯# মাঝখানে যে বাঁশটা দেখছেন, এটা তিতুমীরের বাঁশের কেল্লার একটি প্রাগৈতিহাসিক বাঁশ। এটা দেখার জন্য দূর-দূরান্ত থেকে ইতিহাসবিদরা এসেছেন।

১০# দুপাশের এরা সবাই মানুষরূপী পান্ডা। একটু পরই মাঝখানের বাঁশটা কটকট করে খাওয়া শুরু করবে।

১২১২ পঠিত ... ১৫:৩৮, জানুয়ারি ২৪, ২০২১

Top