পদ্মা সেতুতে স্প্যান বসানো শেষ, সাংবাদিকরা এখন যে ১০টি নিউজ করতে পারে

১৬৭০ পঠিত ... ১৮:৩৪, ডিসেম্বর ১০, ২০২০

১০ ডিসেম্বর ৪১তম স্প্যান বসানোর সাথে সাথে দৃশ্যমান হয়েছে সম্পূর্ণ পদ্মা সেতু। শত প্রতিকূলতার পর দৃশ্যমান এই সেতু যেন ধরা দিয়েছে লালিত, আকাঙ্ক্ষিত এক স্বপ্নের বাস্তব দৃশ্যায়ন হিসেবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষই গর্ব ভরেই দেখছে এই দৃশ্যায়ন।

কথিত আছে, পদ্মা সেতুই একমাত্র সেতু যার প্রতিটি স্প্যান জাতিয় পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে, টিভি চ্যানেলের প্রধান প্রতিবেদন হয়েছে, কেউ কেউ প্রতিটি স্প্যান বসানো লাইভ সম্প্রচার করেছে, প্রতিটি স্প্যানই চায়ের কাপ থেকে শুরু করে টকশো টেবিলে ঝড় তুলেছে।

স্বভাবতই স্প্যান বসানো শেষে গণমাধ্যমগুলো পদ্মা সেতুর খবর সরবরাহে কিছুটা সংকটে পড়ে যাবে। স্প্যান না বসলে সাংবাদিকরা এবার কী নিয়ে সংবাদ পরিবেশন করবে? এমন আসন্ন সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে ইয়ার্কি হ্যাডলাইন স্পেশালিস্ট টিম। সাংবাদিকদের জন্য নিয়ে এসেছে শতভাগ স্প্যানমুক্ত ১০টি হিট পদ্মা সেতুর শিরোনাম।

 

১# পদ্মা সেতুতে প্রথমবারের মতো ব্লাস্ট হলো গাড়ির টায়ার, গাড়ির মালিকের উল্লাস।

২# প্রথমবারের মতো নির্বাচনী পোস্টার লাগানো হলো পদ্মা সেতুতে। প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলছেন সেতুচারিরা।

৩# ভাঙ্গা হলো পদ্মা সেতুর ঢালাইয়ের প্রথম ইট।

৪# খোলা হলো পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের প্রথম আলকাতরার ড্রাম।

৫# প্রথম হরতাল পালন করছে পদ্মা সেতু, সারাদিনে চলেনি একটি গাড়িও।

৬# পদ্মা সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো উড়ে গেলো পাখি, তবে কার মাথায় মলত্যাগ করেনি।

৭# প্রথম দুর্ঘটনার সাক্ষী পদ্মা সেতু, কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

৮# পদ্মা সেতুর টোলে প্রথম জাল টাকার নোট সনাক্ত, ড্রাইভার আটক।

৯# প্রথম সাংবাদিক হিসেবে অবসরে গেলেন পদ্মা সেতুর নিউজ কাভারের করা অসময় টিভির অহিদ।

১০# পদ্মা সেতুর গার্ডার ধরে ওবায়দুল কাদেরের প্রথম ছবি তোলা হবে আজ।

১৬৭০ পঠিত ... ১৮:৩৪, ডিসেম্বর ১০, ২০২০

Top