গাধা এবং হাতির মধ্যে পার্থক্য: প্রশ্ন যখন আনকমন

৭৯৯ পঠিত ... ১৬:৪০, নভেম্বর ৩০, ২০২০

কিছুদিন ধরে বিশ্ব মিডিয়ায় একক আধিপত্য বজায় রেখেছিল হাতি আর গাধা, মানে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী প্রতীক। এদিকে পরীক্ষায় প্রশ্ন কমন না পড়া একটি কমন ঘটনা। সেই আনকমন প্রশ্নের উত্তর ইনিয়ে-বিনিয়ে লিখে আসা আরও বেশি কমন ঘটনা! গাধা এবং হাতির পার্থক্য পরীক্ষায় কমন না পড়লে কি এভাবে লিখতেন? মিলিয়ে দেখুন তো! 

গাধা 

গাধা হাতি নয়। 

গাধা বানানে দ্বিতীয় বর্ণ ধ। 

গাধা উচ্চারণে একটু বেশি পরিশ্রম লাগে। 

Ass এ একটি Vowel। 

গাধা একটু বেশিই গাধা। 

গাধা কিনতে হাতির চেয়ে কম টাকা লাগার কথা। 

গাধা শিক্ষকদের প্রিয় প্রাণী। কিছু হইলেই তাঁরা ছাত্রদেরকে গাধা ডাকে। 

আকারে গাধা হাতির চেয়ে ছোট। 

বেশি ভুল করলে মা সমাজ সন্তানকে গাধার বাচ্চা গাধা বলে। 

গাধা গাধাই। গাধা কখনো হাতি হতে পারে না। 

গাধা দেখতে একটু কম কালো। 

মানুষ গাধা পোষে না। 

বলদের মতো কাজ করলে উপহাস করে মানুষকে গাধা বলা হয়। 

আমি কখনো গাধা দেখিনি। 



হাতি 

হাতি গাধা নয়। 

হাতি বানানে দ্বিতীয় বর্ণ ত। 

হাতি উচ্চারণে একটু কম পরিশ্রম লাগে। 

Elephant এ দুইটি Vowel। 

হাতি একটু কম গাধা। 

হাতি কিনতে গাধার চেয়ে বেশি টাকা লাগার কথা। 

হাতি বন্ধু-বান্ধবদের প্রিয় প্রাণী। মোটা বন্ধুকে তাঁরা হাতি ডাকে।

আকারে হাতি গাধার চেয়ে অনেক বড়।  

যত ভুল করুক বাবা সমাজ সন্তানকে হাতির বাচ্চা হাতি বলে না।

হাতি হাতিই। হাতি কখনো গাধা হতে পারে না। 

হাতি দেখতে একটু বেশি কালো। 

মানুষ হাতি পোষে। 

বলদের মতো কাজ করলেও উপহাস করে মানুষকে হাতি বলা হয় না। 

আমি হাতি দেখেছি। 

বি:দ্র: এই গাধা আর হাতি যদি নির্বাচনী প্রতীক হয়, তাহলে বাস্তবে দুইটাই এক, জাস্ট মার্কা আলাদা...

৭৯৯ পঠিত ... ১৬:৪০, নভেম্বর ৩০, ২০২০

Top