এই ভাস্কর্যটি কী দেখে বানানো হয়েছে? জেনে নিন সম্ভাব্য ১২টি উত্তর

৫৫৮৪ পঠিত ... ১৭:৩০, অক্টোবর ২০, ২০২০

অনলাইনে ঘুরে বেড়াচ্ছে একটা বোকা বোকা হাসির ফ্রেন্ডলি টাইপ প্রাণির ভাস্কর্য। অনেকে এটাকে বাঘের ভাস্কর্য বলে সন্দেহ করছেন। তবে শিওর হয়ে কেউ বলতে পারছেন না, এটা বাঘ কি না! নাকি নতুন কোন প্রাণী! দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরাও। সেজন্যই 'কী দেখে বানানো হয়েছে এই ভাস্কর্য' জানতে চেয়েছিলাম eআরকি করি গ্রুপে eআরকিকদের কাছে। নিজেদের ব্রেইনের সর্বোচ্চটা ব্যবহার করে তারা দিয়ে ফেলেছেন দারুণ কিছু উত্তর।

১# কাতলা মাছের কপি মনে হচ্ছে... (বাবলু মন্ডল)

২# বাঘের সমস্যা নাই। তবে ভাস্কর স্বয়ং মৃণাল হক থেকে অনুপ্রাণিত। (ইমরান ওয়াহেদ)

৩# বাংলাদেশ ক্রিকেট টিমের পারফর্মেন্স দেখে আঁকা হয়েছে! (খাইরুল ইসলাম আরাফাত)

৪# এটা তো ভাস্কর্য না, এটা জ্যান্ত বাঘ। (অপরূপ দাদ অয়ন)

৫# আধা ঘন্টা গরু আর আধা ঘন্টা বাঘ দেখে ভাস্কর্য বানিয়েছে মনে হয়। (রাশেদ হোসাইন)

৬# টাইগার শ্রফের অভিনয় দেখে আঁকা হয়ে থাকতে পারে। (কাজি নাহিদ হাসান)

৭# কি দেইখা আঁকছে ওই চিন্তা বাদ দেন। কপাল ভালো যে চারটা ঠ্যাং অন্তত দিছে। নইলে বিষয়টা অশ্লীল দেখাতো। (চিলেকোঠার সেপাই)

৮# ভূটানের বাঘ দেখে আঁকছে মে বি। (নূর নবী)

৯# কথায় কথায় যারা বলে 'আমি বাঘের বাচ্চা' এইটা তাদের প্রতিকি রূপ। (রুমান রুমান)

১০# আমার মনে হচ্ছে বাঘ দেখে, এই জলহস্তিটা বানানো হইছে। (ইউসুফ খান)

১১# দেশিয় প্রযুক্তিকে বাঘ মোটাতাজাকরণ প্রকল্পের বাঘ দেখে। (হুমায়ূন আজম রেওয়াজ)

১২# হয় এই ভাস্কর্য নেশা করছে, না হইলে বাঘে নেশা করছে, নতুবা আর্টিস্ট নিজে নেশা করছে!

৫৫৮৪ পঠিত ... ১৭:৩০, অক্টোবর ২০, ২০২০

Top