যে ১০টি সুবিধা ঢাকা বাদে পৃথিবীর আর কোন শহরে পাবেন না

১৮৯২ পঠিত ... ১৫:১৫, অক্টোবর ১৯, ২০২০

পৃথিবীর সব শহরই নাগরিকদের নানাবিধ সুযোগ সুবিধা দেয়। নাগরিক সুবিধার ধরণ বিবেচনা করেই উন্নত, উন্নয়নশীল কিংবা অনুন্নত শহর নির্ধারণও করা হয়। তবে আমাদের প্রাণের শহর ঢাকা আমাদেরকে এমন সুযোগ সুবিধা যে, যেগুলো পৃথিবীর সো কল্ড উন্নত শহরগুলো চাইলেও দিতে পারবে না। eআরকির ঢাকা গবেষক দল এমনই ১০ সুবিধা তুলে ধরেছে বিশ্ববাসীর সামনে। 

১# পৃথিবীর বুকে ঢাকাই একমাত্র শহর, যেখানে মাত্র ১০ টাকা দিয়ে ২ ঘন্টা বাস জার্নি করা যায়।

২# হাঁটতে হাঁটতে খোলা ম্যানহোলে পড়ে গেলে একদম ফ্রিতে স্কুবা ডাইভিংয়ের সুযোগ পাচ্ছেন শুধুই ঢাকাতে।

৩# ফুটপাত তো ফুটপাতই। আস্ত রাস্তা দখল করে ব্যবসা করার সুযোগ এই শহর ছাড়া আর কেউ দিবে না আপনাকে।

৪# পৃথিবীর আর কোন ওয়াসা একই সাথে আপনার পানি, শরবত আর আমিষের চাহিদা মেটাবে না। তাও শুধু পানির টাকায়।

৫# পৃথিবীর আর কোন শহরের ট্রাফিক পুলিশকে আপনি দুয়েকশ টাকা দিয়ে কনভিন্স করতে পারবেন না।

৬# তাড়া থাকলে কিংবা তাড়া না থাকলেও পৃথিবীর কোথাও কি আপনাকে উলটো পথে গাড়ি চালাতে দিবে? ঢাকা দিবে।

৭# শুধু কি মানুষ? ঢাকা সুবিধা দেয় মশাদেরও। মশাদের এমন অভয়ারণ্য আর কোন শহরে আছে বলুন।

৮# ৫ তলার পারমিশন নিয়ে ১০ তলা বিল্ডিং তোলার সুযোগ দিবে একমাত্র ঢাকা শহর।

৯# গন্তব্য আসার এক কিলোমিটার আগে নেমে ব্যয়াম করতে করতে গন্তব্যে পৌঁছানোর অনুপ্রেরণা একমাত্র ঢাকা শহরেই পাবেন।

১০# ঢাকা আপনাকে দিবে ফ্রিতে কিডনি রোগের ঝুঁকি থেকে মুক্তি। যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে জিপার খুলতে আর কোন শহরে পারবেন না কিন্তু।

১৮৯২ পঠিত ... ১৫:১৫, অক্টোবর ১৯, ২০২০

Top