বাফুফে এবং ঢাকা ওয়াসার মধ্যে ৮টি বিশেষ মিল

৬৫৪ পঠিত ... ১৩:২৩, সেপ্টেম্বর ২০, ২০২০

বাফুফে ও ওয়াসা, প্রথমটির কারবার ফুটবল নিয়ে, দ্বিতীয়টির পানি নিয়ে! এ দুই প্রতিষ্ঠানের আবার মিল থাকে কীভাবে? (বাংলাদেশের ফুটবল যদিও জলে গেছে...) eআরকির অনুসন্ধিৎসু আইডিয়াবাজরা তবু খুঁজে পেয়েছেন ৮টি বিশেষ মিল। চোখ বুলিয়ে দেখুন...

১# দুইটারই কর্তাব্যক্তির চেয়ারে বিশেষ ক্ষমতা সম্পন্ন আঠা লাগানো আছে। এই চেয়ারে বসা দুই ব্যক্তি সেই আঠায় আটকে গেছেন।

২# বাফুফে সভাপতি ও ওয়াসার বর্তমান এমডি দুজনই সর্বেসর্বা। প্রতিবারই ৩-৪ চার বছরের জন্য নিজেরাই নিজেদের মেয়াদ বাড়িয়ে নেন।

৩# দুইটি প্রতিষ্ঠানই অবনতির পথে ধারাবাহিকভাবে উন্নতি করেছে। ওয়াসার পানির মান ও বাফুফের র‍্যাঙ্কিং দ্রষ্টব্য।

৪# নিজেদের কাজের পাশাপাশি দুটি প্রতিষ্ঠানই কৃষিকাজে মন দিয়েছেন। ওয়াসা পানিতে অণুজীব চাষ করছেন। কিছুদিন পর মৎস্য চাষও করবেন। আর বাফুফে হোমগ্রাউন্ডের ঘাস সরিয়ে সেখানে চাষের জমি করেছেন।

৫# ভাঙ্গাভাঙ্গিতে দুই প্রতিষ্ঠানেরই বিশেষ দক্ষতা আছে। বাফুফের হোমগ্রাউন্ডের চেয়ার সবসময় ভাঙ্গা থাকে আর ওয়াসার পাইপ বেশিরভাগই ফাটাফুটা থাকে।

৬# দুই প্রতিষ্ঠানই মনে করে, উন্নয়ন চিন্তা ক্ষমতায় থাকার জন্য ক্ষতিকর।

৭# দুই প্রতিষ্ঠানের প্রধানদ্বয় সেলফ মোটিভেটেড। দেশের মানুষ দুজনের কাউকেই চাচ্ছেনা, কিন্তু তারা দেশের মানুষকে পাত্তাই দিচ্ছে না।

৮# দুই প্রতিষ্ঠানই মাত্রাতিরিক্ত আশাবাদি। সম্পূর্ণ খালি গ্লাসকেও তারা সম্পূর্ণ পরিপূর্ণ গ্লাস হিসেবে দেখেন।

৬৫৪ পঠিত ... ১৩:২৩, সেপ্টেম্বর ২০, ২০২০

Top