বিখ্যাত সাহিত্যিকরা যেভাবে 'বাবু খাইছো' প্রশ্নটি করতো

৫৩৬০ পঠিত ... ১৭:০৯, সেপ্টেম্বর ১৭, ২০২০

'বাবু খাইছো?' বাংলার প্রেমিক-প্রেমিকাদের বহুল ব্যবহৃত প্রেমবোধক জিজ্ঞাসা! সম্প্রতি এই শিরোনামে একটি গান বেশ জনপ্রিয় হওয়ায় আবারও আলোচনায় এই বিখ্যাত টার্ম! আচ্ছা ভাবুন তো, বাংলার সাহিত্যিকরা কে কীভাবে 'বাবু খাইছো' জিজ্ঞাসা করতেন? ভাবার কাজটা করতে বসেছিলাম আমরাই!

১# রবীন্দ্রনাথ ঠাকুর: বৌঠান, প্রাতরাশ সারিয়াছেন?

২# বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: বাবু, আহার্য্য বস্তু কি পরিপাকনালী বাহিয়া তোমার উদরস্যাত হইয়াছে?

৩# তসলিমা নাসরিন: মিলন, খেয়েছো?

৪# শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: সারারাত দারু গিলিলাম। পারু, খাইয়াছো?

৫# সুকান্ত ভট্টাচার্য: পূর্ণিমার আকাশে ঝলসানো চাঁদ, বাবু তুমি খেয়েছো?

৬# হুমায়ূন আজাদ: ফালি ফালি করে কাটা চাঁদ। বাবু, খেয়েছো?

৭# জীবনানন্দ দাশ: এই ধানসিঁড়িটির তীরে, ধানশালিকের ভীড়ে- আমি শীতে কাবু; খেয়েছো বাবু?

৮# সৈয়দ মুজতবা আলী: জর্মন ভাষায় বাবুকে বলে কিণ্ডা। পয়লা সিলেবলে লঙ্কা ঠাসে বলে উচ্চারণটা গিয়ে দাঁড়ায় খিণ্ডা। আমি লটেকে বললুম- খিণ্ডা, খেয়েচো?

৯# হুমায়ূন আহমেদ: বাবুর্চি মিজান খিচুড়ি রেঁধেছে। বিরাট আয়োজন। শাওন, তুমি খেয়েছো?

১০# সাদাত হোসাইন: বাবুর্চি মিজান খিচুড়ি রেঁধেছে। বিরাট আয়োজন। মুনিয়া, তুমি খেয়েছো?

৫৩৬০ পঠিত ... ১৭:০৯, সেপ্টেম্বর ১৭, ২০২০

Top