যে ১০টি কারণে আপনি একজন ছাতা

১৮২৪ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ১৭, ২০২০

১# ঝড়-ঝঞ্ঝা সব আপনার ওপর দিয়েই যায়। আপনার হাত যে ধরে, তাকে আপনি কোন বিপদে পড়তে দেন না।

২# আপনি নিভৃতচারি, এক কোণেই পড়ে থাকেন। কেবল বিপদের দিনেই আপনার কদর বাড়ে।

৩# আপনি আবেগপ্রবণ মানুষ। মেঘলা দিনে হাওয়া বেশি হলে আপনি মানুষ হাত ছাড়িয়ে উড়াল দেন আকাশে।

৪# ভালো ছাতার মতো, আপনারও ডাণ্ডার জোর বেশি।

৫# কাজে লাগাতে জানলে আপনিও ফুলের পাঁপড়ির মতো নিজেকে মেলে ধরতে জানেন।

৬# বিয়ে বাড়ির আলাপ সালাপ আপনাকে ছাড়া একেবারেই জমে না।

৭# প্রয়োজনে আপনিও আঙ্গুল বাঁকা করতে জানেন। যেটাকে অনেকে হাতল হিসেবে কাজে লাগায়।

৮# আপনাকে দেখতে নরম-সরম মনে হলেও, ভেতরে ভেতরে আপনি লোহার মতো শক্ত।

৯# শীতকালটা আপনি সহ্যই করতে পারেন না। মরার মতো পড়ে পড়ে ঘুমান।

১০# অল্প বয়সে কেউই আপনার কদর করে না। বয়স বাড়ার সাথে সাথে মানুষ আপনার ওপর নির্ভরশীল হয়।

১৮২৪ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ১৭, ২০২০

Top