পরিচিত ১০টি প্রশ্নের যে পরীক্ষায় আপনি খুব সহজে পাশ করতে পারবেন না

২২০৬ পঠিত ... ১৮:০৯, সেপ্টেম্বর ১৪, ২০২০

পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হলেই যে আপনি কিছু পারবেন না, সবসময় ব্যাপারটা এমন নয়। মাঝে মাঝে খুব সহজ প্রশ্ন হলেও আপনি কিছুই না পারতে পারেন। মূল বিষয়টা হলো, প্রশ্ন কমন পড়েছে কিনা! তার চেয়েও বড় বিষয়, উত্তর কমন পড়লো কিনা…

নিচের এই ১০টি প্রশ্নের দিকে চোখ বুলিয়েই দেখুন! খুব সহজ কিছু প্রশ্ন, অথচ আপনার ফেল করার সম্ভাবনা প্রবল! বিশ্বাস করছেন না? চোখ বুলানর সময় পয়েন্ট হিসাব করুন। দেখা যাক, ১০০ নম্বরের এই পরীক্ষায় আপনি ৩৩ তুলতে পারেন কিনা… আর নম্বরটা কমেন্টবক্সে জানাতেও ভুলবেন না কিন্তু!

১# নায়ক উত্তম কুমারের স্ত্রী ও নায়িকা সুচিত্রা সেনের স্বামীর নাম বলুন। (৫+৫) 

২# নায়ক আলমগীরের স্ত্রীর নাম রুনা লায়লা। নায়িকা শাবানার স্বামীর নাম বলুন। (১০) 

৩# রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কতজন সন্তান ছিলো? যেকোনো একজনের নাম বলুন। (৫+৫)

৪# মানি হাইস্ট সিরিজের  প্রফেসরের আসল নাম কী? (১০)

৫# মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্ম নাম? (১০)   

৬# চ্যালেঞ্জ এবং কিউটের সঠিক বাংলা বলুন। (৫+৫)

৭# প্রথম আলোতে আঁকা  তুলির কার্টুনগুলো দারুণ। এখানে তুলি কোন লিঙ্গ? (ক) পুরুষ (খ) স্ত্রী। (১০)

৮# ফাল্গুনী মুখোপাধ্যায়ের জনপ্রিয় দুটি উপন্যাস হলো চিতা বহ্নিমান এবং শাপমোচন। বাক্যের কর্তা কোন লিঙ্গ? (ক) পুরুষ (খ) স্ত্রী (১০)

৯# স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট জনপ্রিয় চরিত্রের নাম বলুন। (১০)

১০# ঠাকুরমার ঝুলির সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠাকুরদাদার ঝুলির সংগ্রাহক কে? (১০)   

 

বোনাস প্রশ্ন:

মিথিলার দ্বিতীয় স্বামী সৃজিত মুখার্জী। সৃজিত মুখার্জীর প্রথম স্ত্রী কে?

 

২২০৬ পঠিত ... ১৮:০৯, সেপ্টেম্বর ১৪, ২০২০

Top