বাংলা সিনেমা দেখে যে ১৫টি ভুল ধারণা আমাদের সবার হয়েছিল

৫৪৪৪ পঠিত ... ১৬:২৭, সেপ্টেম্বর ১৩, ২০২০

শৈশবে বাংলা সিনেমা দেখেনি, এমন কোনো বাঙালি শিশু হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে ছোটবেলায় বাংলা সিনেমা দেখে অনেক রকম ভুল ধারণায়ই আমরা ভুগেছি। কী সেইসব ভুল ভুল ধারণা? ভেবে বের করেছেন আমাদের বাংলা সিনেমা বিশেষজ্ঞ আইডিয়াবাজদের দল!


১# সকালের নাস্তা বলতে বুঝতাম শুধু ব্রেড আর জেলি।
২# প্রেশার মাপার মেশিন দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করা হয়।
৩# ফুলে ফুলে চুমু খেলে পরাগায়নের মাধ্যমে মানুষের বাচ্চা হয়।
৪# লেভেল ছাড়া কাঁচের বোতলে করে রক্ত বহন করা হয়।
৫# কারো সাথে ধাক্কা খেয়ে বই নিচে পড়ে গেলেই প্রেম হয়ে যায়।
৬# কেবল বাবা বেঁচে না থাকলেই পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া যায়।
৭# গাড়ির পেঁছনে বা জমির আইলে আইলে দৌঁড়াতে দৌঁড়াতে মানুষ একদিন বড় হয়ে যায়।
৮# বড়লোকের মেয়েদের প্রধান কাজ বংশের মুখে চুনকালি মারা।
৯# প্রেম কখনো সমানে সমানে হয় না। অবশ্যই বস্তির ছেলে ও কোটিপতির মেয়ে (অথবা ভাইস-ভার্সা) হতে হয়।
১০# ডাক্তারের কলার চেপে ধরলে অসম্ভব অপারেশনও সাকসেসফুল হয়।
১১# রাজু, খোকা, সুজন নামের মানুষ কখনো খারাপ হয় না।
১২# চৌধুরি সাহেবরা সবসময় স্মাগলিং বা অবৈধ কোনো ব্যবসা করে।
১৩# বড় বড় কোম্পানিগুলো অফিসের বাইরে লিখে রাখে 'চাকরি খালি নাই'।
১৪# বড়লোকের মেয়েদের বান্ধবীরা তাদের চেয়ে বয়সে বড় হয়।
১৫# কলেজের মেধাবী ছাত্রের কোন ভালো বন্ধু থাকে না। যারা থাকে তারা সবাই বলদ অথবা আবুল।

৫৪৪৪ পঠিত ... ১৬:২৭, সেপ্টেম্বর ১৩, ২০২০

Top