শিশুর মধ্যে যে ১০টি লক্ষণ দেখলে বুঝবেন সে বড় হয়ে মন্ত্রী হতে যাচ্ছে

১৩২৫ পঠিত ... ১৬:৩৭, সেপ্টেম্বর ০২, ২০২০

একটা শিশুর আচার আচরণ, কাজ, আগ্রহের দিকে মনোযোগ দিলেই বোঝা যায় সে বড় হয়ে কী হবে। বাসার এটা সেটা খুলে ফেললে ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা থাকে, পুতুলকে ইনজেকশন মারলে ভাবনায় আসে ডাক্তার হওয়ার কথা। একটু লেখালেখি করলে সাহিত্যিক, গুনগুন করে গাইলে আমরা ভাবি এ বুঝি গায়ক হবে। শিশুর এমন নানাবিধ আচরণ ও পেশা নিয়ে গবেষণা করতে করতে eআরকির আইডিয়াবাজরা খুঁজে পেয়েছে শিশুর মধ্যে মন্ত্রী হওয়ার লক্ষণসমূহ। এই লক্ষণগুলো আপনার সন্তানের মাঝে থাকলে, কনগ্রেচুলেশন, আপনি মন্ত্রীর বাবা কিংবা মা হতে চলেছেন। আর না থাকলে আজই সন্তানের মাঝে নিম্নোক্ত বিষয়গুলো গড়ে তোলার চেষ্টা করুন।

১# বাজার থেকে টাকা মেরে দেয়া। এটা সবচেয়ে বড় সাইন। যত হিসেব নিকেষ করেই তাকে বাজারের টাকা দেননা কেন, সে টাকা মারবেই। যদি না মারে তাহলে তাহলে আজ থেকেই তাকে টাকা মারতে উৎসাহ দিন।

২# মিথ্যা বলা। ধরুন আপনার পকেট থেকে হুট করে টাকা নাই হয়ে গেলো। আপনিসহ বাসার সবাই শতভাগ শিওর টাকাটা আপনার সন্তানই নিয়েছে। কিন্তু সে কখনোই তা স্বীকার করবে না। এবং আপনার পকেটে কোন টাকাই ছিল না, আপনিই মিথ্যা বলছেন- কনফিডেন্টলি এমন কথাও বলা শুরু করবে।

৩# প্রতিশ্রুতি ভঙ্গ করা। কাল থেকে ভালো হয়ে যাবো, বাজার থেকে আর টাকা মারবো না, পকেট থেকে টাকা চুরি করবো না, নিজের বিছানা নিজেই গোছাবো- প্রতিনিয়ত এমন সব প্রতিশ্রুতি ভাঙ্গায় দিনে দিনে লিজেন্ড হয়ে উঠবে। এরপর বড় হয়ে মন্ত্রীত্ব শিওর।

৪# এক গ্লাস পানি আনতে বলবেন, সে যাবে। কিন্তু আর ফিরবে না। তৃষ্ণায় অতিষ্ট হয়ে আপনাকেই পানি এনে খেতে হবে। নতুবা মারা যাবেন।

৫# মাঝে মাঝে চোখ কপালে ওঠার মতো কথা বলবে। এলাকার নাম করা বাউন্ডুলে হয়েও নিজেকে এলাকার সর্বশ্রেষ্ঠ ও আদর্শ বলে দাবি তুলবে। কেউ এর প্রতিবাদ করলে তাকে মারধোরও করতে পারে।

৬# সবসময় স্যুটেড বুটেড হয়ে ঘুরে বেড়াবে, ঘুমাবে, শুয়ে থাকবে কিন্তু তাকে দিয়ে বাসার কোন ধরনের কাজ করাতে পারবেন না।

৭# ডিশ বিল, ইন্টারনেট বিল, কারেন্ট বিল, পানির বিলসহ যাবতীয় বিল জমা দেয়ার নামে খেয়ে ফেলবে। এরপর জরিমানাসহ এই বিল আপনাকেই পরিশোধ করা লাগবে।

৮# বাউন্ডুলে হলেও তার মধ্যে স্বজনপ্রীতি থাকবে। আপনার পকেটের টাকা কাজিন, বন্ধুদের নিয়ে উড়াবে। কেউ কেউ কাজিন, ফ্রেন্ডদের নিয়ের বাপের পকেট কাটবে।

৯# পড়ালেখায় খুব একটা ভালো না হয়েও অবিশ্বাস্য রকমের রেজাল্ট করবে। অবশ্য সবাই জানবে, এই পাস নকল করা পাস।

১০# নিজের সব ধরনের দোষ ভাই কিংবা বোনের উপর চাপিয়ে দিতে দক্ষ হবে। এমনকি ভাই কিংবা বোনকে নিজে মারার পরও বলবে, আমি মারিনি, ও নিজেই নিজেকে মারছে।

১৩২৫ পঠিত ... ১৬:৩৭, সেপ্টেম্বর ০২, ২০২০

Top