যে ১০টি সম্ভাব্য কারণে ৪টি বাঁশের সাঁকো সংস্কারে ৯ কোটি টাকা লাগবে

১২৯৩ পঠিত ... ২৩:৫৫, আগস্ট ৩১, ২০২০

বরগুনা উপজেলার আমতলি ইউনিয়নে ৪টি ব্রিজ সংস্কারের জন্য ৯ কোটি টাকা বিরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। কিন্তু জাগোনিউজ টুয়েন্টিফোরের এক অনুসন্ধানে ওই চারটি স্থানে কোন ব্রিজ দৃশ্যমান হয়নি। পাওয়া গেছে বাঁশের সাঁকো। অর্থাৎ বাঁশের সাকো সংস্কারেই ৯ কোটি টাকার বাঁশ লাগবে? ৪টি বাঁশের সাঁকো সংস্কারে ৯ কোটি লাগলে কেমন হবে সেই সাঁকো? যাত্রীরা কী কী সুবিধা পাবে? তাই ভেবে দেখেছে eআরকির আইডিয়াবাজরা।

 

১# হতে পারে খালটা ভরাবে, আবার কাটবে, তার উপর আবার সাঁকো বানাবে। সে হিসেবে আরও বেশি টাকা লাগবে, কম করেই বলেছে।

২# সাঁকোর উপর ইলেক্ট্রিক এসকেলেটর থাকতে পারে। বাঁশে হাত দিয়ে দাঁড়ালে অটোমেটিক এগিয়ে যাবে।

৩# পানির উপর সাঁকো ইজ টু মেইনস্ট্রিম। হতে পারে এই চারটা হবে আন্ডারওয়াটার সাঁকো।

৪# এই সাঁকো কুমির প্রুফ। কুমির লাফিয়ে উঠে সাঁকো থেকে সাঁকোচারিকে খেয়ে নিতে পারবে না।

৫# পাগলকেও এই সাঁকো নাড়তে দেয়া যাবে। পাগলে নাড়ালেও এই সাঁকো থেকে পড়ার সম্ভাবনা নাই।

৬# সাঁকোতে যে বাঁশ ব্যবহৃত হবে, সেইটা সরাসরি তিতুমীরের বাশের কেল্লা থেকে নিয়া আসা, অনেক কস্টলি বাঁশ।

৭# এটি হবে টানেল সাঁকো। ফলে দূর্বল চিত্তের মানুষেরা এই সাঁকো পার হতে ভয় পাবে না।

৮# একসাথে যত ইচ্ছা তত লোক উঠে এই সাঁকোতে ছবি তোলা যাবে। সাঁকো ভেঙ্গে পড়বে না, এমন নিশ্চয়তা দিবে নির্মাতারা।

৯# এই সাঁকোর যাত্রীদের জন্য ফ্রি-তে বাঞ্জি জাম্পের ব্যবস্থা থাকবে।

১০# বাঁশের সাঁকো হলেও এই সাঁকোতে উড়োজাহাজ, হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে।

১২৯৩ পঠিত ... ২৩:৫৫, আগস্ট ৩১, ২০২০

Top