বার্সেলোনা যেভাবে মেসিকে আটকে রাখতে পারে: ১০টি বাংলাদেশি টেকনিক

২৯৫৩ পঠিত ... ১৬:২৯, আগস্ট ২৬, ২০২০

গত রাতে বার্সেলোনা ছাড়ার ইচ্ছের কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। কী হবে এখন? সেই কিশোর বয়স থেকে বার্সার মাঠেই তারুণ্য পেরিয়ে সর্বকালের সেরাদের একজন হয়ে যাওয়া মেসি কি আসলেই বার্সা ছাড়বেন? যদি বার্সেলোনা মেসিকে আটকে রাখতে চায়, তারাই বা কী করবে!?
বার্সেলোনা ক্লাবের যারা মেসিকে আটকে রাখতে চায়, তারা এখন নিশ্চয়ই খুব নার্ভাস। তাই তাদের এই 'ভালনারেবল' অবস্থায় মেসিকে আটকে রাখার একেবারে খাঁটি বাংলাদেশি কিছু টেকনিক ভেবে দিয়েছি আমরাই!

১# বোরখা, জামা কিংবা ব্যাগ লুকিয়ে ফেলা মেহমান আটকানোর প্রাচীন বাংলাদেশি টেকনিক। বার্সেলোনা মেসির জামা, কাপড়, ব্যাগ লুকিয়ে রাখতে পারে।

২# মেসির বাসার সামনে, পেছনে, ডানে, বামে শ-খানেক বালুর ট্রাক ফেলে রেখে বের হওয়ার পথ বন্ধ করে দিতে পারে।

৩# মেসিকে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দিতে পারে। এয়ারপোর্ট পর্যন্ত গেলে ওটা পজেটিভ হয়ে যাবে অথবা অনলাইনে খুঁজেই পাওয়া যাবে না।

৪# মেসির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে দিতে পারে। এরপর আর কী, ন্যু ক্যাম্পের এক কোনায়/রুমে ফেলে রাখলেই হলো।

৫# বাংলা সিনেমার ভিলেনদের দিয়ে মেসির বউ, বাচ্চাদের কিডন্যাপ করে মেসিকে বার্সেলোনায় থেকে যাওয়ার চাপ প্রয়োগ করা মন্দ হবে না।

৬# মেসির চলে যাওয়ার রুটের কোন এক চেকপোস্টে ওসি প্রদীপকে বসিয়ে দিতে পারে। এক্ষেত্রে প্রদীপকে বুলেটবিহীন পিস্তল দিলে ভালো।

৭# মেসির নামে বাংলাদেশি আইনে দুর্নীতির মামলা করে দিতে পারে। এরপর দ্রুত গ্রেফতার। তিনদিনের রিমান্ড। এরপর চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে পাঠিয়ে দিতে পারলে আর কোন চিন্তা নাই। ম্যাচের দিন প্যারোলে মুক্তি পেয়ে খেলতেও পারবে।

৮# বার্সেলোনার ভাড়া করা সমর্থকদের হাতে কালো মবিল দিয়ে তাদেরকে মেসির বাসার সামনে দাঁড় করিয়ে রাখা যায়। মেসি বের হলেই মবিল ছুড়ে মারতে হবে।

৯# বাংলাদেশ পুলিশকে দায়িত্ব দেয়া যায়। শুধু বলতে হবে, মেসির বাসাই বিএনপির পার্টি অফিস।

১০# ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার পুরোনো ফকল্যান্ড যুদ্ধের কথা মনে করিয়ে দিতে পারে... (যেহেতু ইংল্যান্ডের এক ক্লাবেই যাওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে...)

২৯৫৩ পঠিত ... ১৬:২৯, আগস্ট ২৬, ২০২০

Top